এই প্রথম পুজোর সময় মুক্তি পাচ্ছে অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ছবি ‘শাস্ত্রী’। এই ছবিতে দেখানো হয়েছে জ্যোতিষ ও বিজ্ঞানের দ্বৈরথ। এই সিনেমায় মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে জ্যোতিষীর ভূমিকায় (Shastri Cinema)। এছাড়া দেবশ্রী রায়কেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই চলচিত্রতে। বুকের মধ্যে কতখানি টেনশন জমেছে প্রযোজক সোহমের? পাশাপাশি, সোহম নিজে কতখানি বিশ্বাস করেন জ্যোতিষে? কুষ্ঠি বিচার করেই কি লাইফ পার্টনার খুঁজবেন সৌরসেনী? মুক্তির আগে ‘এই সময় অনলাইন’-এর ক্যামেরার সম্মুখে বসলেন সোহম ও ছবির অন্যতম কাস্ট সৌরসেনী মৈত্র। জমে গেল কার্যত পুজোর আড্ডা। তথ্য সংকলন – স্নেহা সেনগুপ্ত। বিস্তারিত এই এক্সক্লুসিভ ভিডিয়ো রইল আপনাদের জন্য।