Howrah News: জলের তোড়ে ভেসে যান গৃহবধূ, ব্রিজ থেকে ঝাঁপিয়ে প্রাণ বাঁচালেন দুই যুবক – howrah woman saved from water drowning by two boys


জলের তোড়ে ভেসে যাওয়া এক গৃহবধূর প্রাণ বাঁচালেন দুই যুবক। ঘটনা হাওড়া জেলার উদয়নারায়ণপুরে। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুরের নয়াচক সিনেমা হলের কাছে।স্থানীয় সূত্রে খবর, গৃহবধূর নাম নমিতা চক্রবর্তী। তাঁর বাড়ি উদয়নারায়ণপুরের চকগাড়া গ্রামে। বর্তমানে তিনি উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, গৃহবধূর অবস্থা বর্তমানে স্থিতিশীল। এদিন সকাল ১০টা নাগাদ দামোদর নদের আকনা ঘাটে স্নান করতে নেমে জলে পড়ে যান নমিতা চক্রবর্তী। এদিকে গৃহবধূকে নদীতে ভেসে যেতে দেখে তাঁকে বাঁচানোর জন্য নদীর পাড়ে থাকা মানুষজন চিৎকার করতে শুরু করেন। গৃহবধূকে ভেসে যেতে দেখে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আকনার বাসিন্দা যুবক রাকেশ সামন্ত বাইক নিয়ে নদীর পাড় ধরে জয়নগরের দিকে রওনা দেয়।

অপরদিকে, চকঠাকুরানি এলাকায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা স্থানীয় যুবক সৌমেন মালিকও বিষয়টি দেখে বাইক নিয়ে জয়নগর ব্রিজের দিকে রওনা দেয়। গৃহবধূর নদীতে ভেসে আসার বিষয়টি জানাজানি হতে জয়নগর ব্রিজের উপর পৌঁছয় উদয়নারায়ণপুর ও পেঁড়ো থানার পুলিশ । গৃহবধূকে বাঁচাতে ব্রীজের উপর থেকে ৫/৬ টি দড়ি নদীতে ফেলা হয়।

উদয়নারায়ণপুরের অবস্থার উন্নতি, আমতা এখনও জলের তলায়
জলে দড়ি ফেললেও গৃহবধূ আদৌ দড়ি ধরতে পারবেন কিনা সন্দেহ ছিল। বিপদের আশঙ্কা করে গৃহবধূকে বাঁচাতে রাকেশ ও সৌমেন ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। দুই যুবক নদীতে ভেসে আসা ওই গৃহবধূকে টেনে ধরে প্রাথমিকভাবে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও কয়েক সেকেন্ডের মধ্যে যুবকদের হাত ফসকে গৃহবধূ পুনরায় জলে ভেসে যায়। যদিও পরে নয়াচক সিনেমা তলার কাছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দুই যুবক-সহ গৃহবধূকে জল থেকে উদ্ধার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *