Avaya Clinic,‘আন্দোলন আমাদের চলছেই’, পাঁশকুড়ায় বন্যা দুর্গতদের পাশে অনিকেত-কিঞ্জলরা – doctor kinjal nanda and aniket mahato present at avaya clinic at purba medinipur


দু’দিন আগেই প্রতিবাদ মঞ্চে দেখা গিয়েছিল তাঁদের। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যমত মুখ হয়ে ওঠেন তাঁরা। ডাক্তার হিসেবে নিজেদের কর্তব্যেও অবিচল তাঁরা। রবিবার পাঁশকুড়ায় ‘অভয়া ক্লিনিক’-এ দুর্গতদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাজির ছিলেন চিকিৎসক কিঞ্জল নন্দ ও অনিকেত মাহাতো।প্রাকৃতিক দুর্যোগ ও ডিভিসির জল ছাড়ার কারণে রাজ্যের একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যায় জলবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলেন জুনিয়র চিকিৎসকেরা। রবিবার পাঁশকুড়ায় WBJDF-এর পরিচালনায় দুটি ‘অভয়া ক্লিনিক’ খোলা হয়। কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয় ও গড় পুরুষোত্তমপুর ইউথ কর্ণার ক্লাবে চালু হয় ক্লিনিক।

RG Kar Doctor Protest: নতুন ফর্মে আন্দোলনে ফেরার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

এর মধ্যে কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ে ‘অভয়া ক্লিনিক’-এ চিকিৎসা পরিষেবা দিতে হাজির ছিলেন কিঞ্জল নন্দ এবং গড় পুরুষোত্তমপুর ইউথ কর্ণার ক্লাবে চিকিৎসা পরিষেবা প্রদান করেন অনিকেত মাহাতো। স্থানীয় মানুষজন সকাল থেকেই ক্যাম্পে হাজির হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দা অনিতা রায় ও কবিতা দাসরা জানান, জলের মধ্যে থাকায় পরিবারের অনেকেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছে। চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওষুধ পাওয়ায় অনেকটাই সুবিধে হয়েছে এই ক্লিনিকের জন্য। বাচ্চাদের নিয়ে কোথায় যাব? কোথায় চিকিৎসা পরিষেবা মিলবে? চিন্তায় ছিলেন সকলেই।

RG Kar News: ‘ময়নাতদন্ত তাড়াতাড়ি করার জন্য চাপ দেওয়া হয়’ বিস্ফোরক আরজি করের ফরেন্সিক বিশেষজ্ঞ
চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, ‘আমরা আন্দোলনে রয়েছি। রাজ্য সরকার আমাদের দাবি গুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা অবস্থান বিক্ষোভ থেকে সরে এসে পরিষেবা দিয়ে চলেছি। সরকার যদি আমাদের দাবিগুলো মান্যতা না দেয় তাহলে আবারও আন্দোলন, বিক্ষোভে সামিল হতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *