Durga Puja 2024,‘মায়ের মেয়ে বিচার পায়নি’, সরকারি অনুদান ফেরাল বীরভূমের পুজো কমিটি – durga puja 2024 government honorarium rejected by birbhum club


আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন জেলার পুজো কমিটি। সেই তালিকায় যুক্ত হতে চলেছে বীরভূমের নাম। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার বীরভূমের শান্তিনিকেতনের দক্ষিণ গুরুপল্লীর উন্নয়ন ও সংস্কৃতিক সমিতি দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।পুজো উদ্যোক্তারা বলেন, ‘মায়ের পুজোতে পূর্ণ আন্তরিকতা থাকলেই যথেষ্ট। কিন্তু মায়ের মেয়ে তিলোত্তমা এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত।’ এই কারণেই এই দুর্গাপুজো কমিটি এ বছরের জন্য সরকারের অনুদান গ্রহণ করতে নারাজ। তিলোত্তমার ঘটনা নিয়ে যখন সারা রাজ্যজুড়ে উত্তাল আন্দোলন চলছে, তখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যে শান্তিনিকেতনের উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতির এই পদক্ষেপে নতুন করে চর্চা শুরু হয়েছে।

পুজো উদ্যোক্তাদের মতে, পুজো আয়োজনের জন্য সরকার থেকে পাওয়া অর্থের প্রয়োজন নেই। নিজেদের মধ্যে চাঁদা তুলে পুজোর সব আয়োজন সম্পন্ন করা হবে। এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেছেন, ‘আমাদের মেয়েরাও তিলোত্তমার মতো বাইরে পড়াশোনা করে। তিলোত্তমা এখনও বিচার পায়নি, তাই আমরা এই অনুদান ফিরিয়ে দিয়েছি।’

Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজো করতে দিতে হবে ৫ লক্ষ টাকা? চিঠি ঘিরে আতঙ্ক
এই সিদ্ধান্তের বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, যেহেতু গুরুপল্লী দক্ষিণের দুর্গাপুজো কমিটি উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতি এই বছরের জন্য রাজ্য সরকারের অনুদান গ্রহণ করেনি, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, এই টাকা অন্য পুজো কমিটিকে দেওয়া হবে। যে সব ক্লাব অনুদানের জন্য আবেদন করেছে, তাঁদের এই টাকা ভাগ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনার পর কলকাতার বহু ক্লাবও রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দিয়েছে। বীরভূমে এই প্রথম কোনও পুজো কমিটি সরকারের অনুদান ফিরিয়ে দিয়ে নিজেদের প্রতিবাদ জানাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *