Firhad Hakim On Anubrata Mondal: ‘বীরভূমের বাঘ, বাঘই থাকবে’, অনুব্রতর জামিনের খবরে উচ্ছ্বসিত ফিরহাদ – kolkata mayor firhad hakim commented over anubrata mondal returning birbhum after gettin bail in ed case watch video


১৮ মাস পরে জেল মুক্তি হতে চলেছে অনুব্রত মণ্ডলের। ইডি-র দায়ের করা গোরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। গত ১০ সেপ্টেম্বর তৃণমূল নেতার মেয়ে সুকন্যাও গোরু পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। অনুব্রত মণ্ডলের জামিনের খবরে খুশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি বলেন, ‘বীরভূমের বাঘ, বাঘই থাকবে’। অনুব্রত জামিন পেয়েছেন, …এ বার বাকি নেতারাও একে একে পাবেন’। এছাড়া তিনি চিকিৎসকদের কাজে ফেরার সিদ্ধান্তকে সাধুবাদ জানান। পাশাপাশি আন্দোলনকারীদের দেওয়াল লিখন কেন মোছা হয়েছে, সেই নিয়েও মন্তব্য করেন। বিস্তারিত রইল এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *