রবিবারই ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন সাংসদ দেব, মন্ত্রী জাভেদ খান-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। অজবনগর গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের হাতে ত্রাণও তুলে দেন তাঁরা। রবিবারেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে।
বৈঠকে থাকতে পারেন রাজ্যের মুখ্য সচিব, প্রশাসনিক আধিকারিক-সহ দেব, জাভেদ খান। ঘাটাল, পাঁশকুড়া-সহ একাধিক বন্যা কবলিত এলাকা নিয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ফের নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় বন্যা মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা এখনও জলের তলায়। এছাড়াও ঘাটাল পুরসভার ১৩ টি ওয়ার্ড এখনও প্লাবিত। জেলা প্রশাসন সূত্রে খবর, ঘাটাল ব্লকের প্রাইমারি স্কুল মোট ২৩০টি। তার মধ্যে জলে ডুবে আছে ১৫১টি। হাইস্কুল মোট ৫৬টি, তার মধ্যে জলে ডুবে আছে ২১টি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র মোট ৩৩৯টি, তার মধ্যে জলে ডুবে আছে ২১৫টি। স্বাস্থ্য কেন্দ্র মোট ৪৫টি, তার মধ্যে জলে ডুবে আছে ১৪টি। এছাড়াও ঘাটাল পুর এলাকার ১৩ টি ওয়ার্ডের সবকটি প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়, আই সি ডি এস সেন্টার, হেল্প সেন্টার ডুবে রয়েছে জলে। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বন্যা কবলিত এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে এলাকায় এলাকায় চলছে স্বাস্থ্য শিবির।