Kolkata Police,‘ভালো কাজ করেছ…,’ নবান্ন অভিযানে আহত পুলিশকর্মীর বাড়িতে নতুন সিপি – kolkata police commissioner manoj verma visited wounded traffic sergeant house


নবান্ন অভিযানের দিন চোখে মারাত্মক আঘাত পান কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। আহত পুলিশ কর্মীকে দেখতে রবিবার তাঁর বাড়িতে যান কলকাতা পুলিশের নব নিযুক্ত কমিশনার মনোজ ভার্মা। পুলিশ কর্মীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে তবেই কাজে ফেরার নির্দেশ দেন কমিশনার।আরজি কর কাণ্ডে তিলোত্তমার ন্যায়বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে একটি সংগঠন। সেই কর্মসূচিতে ডিউটি করতে গিয়ে আন্দোলনকারীদের ছোঁড়া ইঁটের আঘাতে আহত হয়েছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। তাঁর বাম চোখে মারাত্মক আঘাত লাগে। চিকিৎসার জন্য হায়দরাবাদেও নিয়ে যাওয়া হয় তাঁকে। আহত পুলিশ কর্মীকে দেখতে রবিবার সকালে বাউড়িয়ার শ্যামসুন্দর চকে তাঁর বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ডিসি এবং হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া।

কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘নবান্ন অভিযানের দিন দেবাশিসের চোখে আঘাত লেগেছিল। আমরা ওঁকে দেখতে এসেছি। ধীরে ধীরে ওঁর চোখের উন্নতি হচ্ছে। আমাদের আশা দ্রুত ভালো হবে।’ দেবাশিসের কাজে যোগ দেওয়া প্রসঙ্গে মনোজ ভার্মা বলেন, ‘একটু সময় লাগবে। সরকারের তরফে দেবাশিসের চোখের পুরো চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। ও সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরবে।’


আহত পুলিশকর্মী দেবাশিস চক্রবর্তী বলেন, ‘চিকিৎসক বলেছেন একটু সময় লাগবে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমার বিশ্বাস কলকাতা পুলিশ-সহ সবাই আমার পাশে আছেন বলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।’ সেদিনের ঘটনা সম্পর্কে দেবাশিস জানান, ডিউটির সময় এইরকম অনেক কিছু হয়ে থাকে। আমি সেটাকে আর মনে করতে চাইছি না।

সবুজের আড়ালে অবৈধ বাজি বিক্রি? খতিয়ে দেখে তবেই অনুমতি
দেবাশিসের এহেন পরিস্থিতিতে চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। স্ত্রী দেবারতি চক্রবর্তী বলেন, ‘ঘটনার পর থেকেই কলকাতা পুলিশের সবাই যোগাযোগ রাখছেন। পুলিশের ডিউটিতে এইরকম ঘটনা ঘটতেই পারে। তবে শান্তিপূর্ণ আন্দোলনের নামে এই ইট ছোড়ার ঘটনা সমর্থনযোগ্য নয়। পুলিশ তার ডিউটি করছে। তাঁদেরও পরিবার আছে। তাঁরাও মানুষ।’ তাঁদের সঙ্গে এইরকম ঘটনা ঘটানো উচিত নয় বলে দাবি করেন দেবারতি দেবী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *