থ্রেট কালচারের অভিযোগে তোলপাড় টলিপাড়া। নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেন এক হেয়ার ড্রেসার। তিনমাস আগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ৷ কাজে যোগ দেওয়ার পরও একাধিক কাজ কেড়ে নিত হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন বলে অভিযোগ উঠেছে৷ অবশেষে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন কেশসজ্জা শিল্পী৷ শনিবার হোয়াটস্ অ্য়াপে সাধারণ সদস্যদের গ্রুপে পুরো বিষয়টি জানিয়ে একটি ভয়েস ম্যাসেজ করেন তিনি ৷ একটা চিঠিও লেখেন তিনি ৷ শেষ মুহূর্তে মেয়ে এসে বাঁচায় তাঁকে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে বাঙুর হাসপাতালে চিকিৎসা চলছে এই কেশসজ্জা শিল্পীর৷ এই ঘটনায় এবারে সরব হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।