Sudipta Chakraborty On Hairdresser Incident: হেয়ার ড্রেসারের ঘটনায় কী বলছেন অভিনেত্রী সুদীপ্তা? – bengali actress sudipta chakraborty commented over female hairdresser of tollywood industry attempts suicide after suspension watch video


থ্রেট কালচারের অভিযোগে তোলপাড় টলিপাড়া। নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেন এক হেয়ার ড্রেসার। তিনমাস আগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ৷ কাজে যোগ দেওয়ার পরও একাধিক কাজ কেড়ে নিত হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন বলে অভিযোগ উঠেছে৷ অবশেষে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন কেশসজ্জা শিল্পী৷ শনিবার হোয়াটস্ অ্য়াপে সাধারণ সদস্যদের গ্রুপে পুরো বিষয়টি জানিয়ে একটি ভয়েস ম্যাসেজ করেন তিনি ৷ একটা চিঠিও লেখেন তিনি ৷ শেষ মুহূর্তে মেয়ে এসে বাঁচায় তাঁকে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে বাঙুর হাসপাতালে চিকিৎসা চলছে এই কেশসজ্জা শিল্পীর৷ এই ঘটনায় এবারে সরব হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *