Train Derailment Today,ফরাক্কায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একাধিক কামরা, তীব্র শোরগোল – goods train derailment in farakka today


চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বেশ কয়েকটি কামরা। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুরে। কোনও কামরাই অবশ্য লাইনচ্যুত হয়নি। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই মুহূর্তে মালগাড়ির কামরাগুলি জোড়া লাগিয়ে লাইন থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় ব্যাহত আপ লাইনের ট্রেন চলাচল।ফরাক্কা আজিমগঞ্জ শাখায় ধুলিতান থেকে ট্রেনটি আসছিল। চলন্ত মালগাড়ি থেকে হঠাৎই বিছিন্ন হয়ে যায় কয়েকটি বগি। যদিও বড় কোনও দুর্ঘটনা এ দিন ঘটেনি। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোদাবন্দপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকে কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও কোনও কামরাই লাইনচ্যুত হয়নি। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

এরপরেই ট্রেনের কামরাগুলিতে জোড়া লাগানোর চেষ্টা শুরু হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্তের আগে এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ আধিকারিকরা। এই দুর্ঘটনার জন্য আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত। যাতে পরিষেবা পেতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে রেল সূত্রে খবর। শীঘ্রই স্বাভাবিক হবে পরিষেবা, আশ্বাস দেওয়া হয়েছে এমনটাই।

মালদা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী ট্রেনে আগুন আতঙ্ক, তীব্র চাঞ্চল্য

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা যাত্রী সুরক্ষার উপর প্রশ্ন তুলে দিয়েছে। গত বছর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। জুলাই মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *