Bhatpara Municipality,ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে – bhatpara municipality tmc leader allegedly give money to murder party councillors


ভাটপাড়ায় তৃণমূল এক নেতাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের অন্য এক নেতার বিরুদ্ধে। ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে দলীয় কাউন্সিলর নুরে জামালকে খুনের জন্য সুপারি কিলার নিয়োগের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন।সম্প্রতি মুমতাজ নামক স্থানীয় এক বাসিন্দাকে নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ। এরপরেই ধৃতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। (যার সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)। ওই ভিডিয়োয় মুমতাজকে বলতে শোনা যাচ্ছে সাহেব নামক একজনকে খুন করার পরিকল্পনার কথা।

ভিডিয়োয় মুমতাজকে শোনা যাচ্ছে, সাহেবকে খুনের জন্য বাইরের থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হবে। ভাড়াটে খুনি নিজামকে লুধিয়ানা থেকে ডাকা হয়েছে। তবে খুনের পরিকল্পনার বিষয়টি আপাতত স্থগিত রেখে হুমকি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেই কথাও পরে বলতে শোনা যায় মুমতাজকে। তার কণ্ঠে গোপাল নামক এক ব্যক্তির নামও উঠে আসে। যাকে এই সুপারি দেওয়ার নেপথ্যে ‘নাটের গুরু’ হিসেবে চিহ্নিত করছে মুমতাজ।

ভাইরাল ভিডিয়োয় যে ‘সাহেবদা’ এবং ‘গোপালদা’-র নাম উল্লেখ করা হয়েছে তাঁরা দু’জনেই শাসক দলের কাউন্সিলর বলে একটি সূত্রের খবর। ‘সাহেব’ নামের ব্যক্তি ভাটপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরে জামাল। অন্যদিকে, ‘গোপালদা’ সংশ্লিষ্ট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত। গোপালের বিরুদ্ধেই নুরে জামালকে হত্যার ছক কষার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই ঘটনায় রাজনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি নিশানা করেছেন বিজেপি নেতা অর্জুন সিংকে। তিনি বলেন, ‘এই সমস্ত কাণ্ডের নেপথ্যে অর্জুন সিংয়ের হাত থাকতে পারে। পুলিশকে এই ঘটনার সত্যতা খতিয়ে দেখার কথা বলা হয়েছে।’ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং।

মনোজ ‘ভয়ঙ্কর’, সতর্কতা অর্জুনের

যাঁর বিরুদ্ধে সুপারি কিলার নিয়োগের জন্য টাকা দেওয়ার অভিযোগ উঠেছে কী বলছেন সেই কাউন্সিলর গোপাল রাউত? তিনি বলেন, ‘আমি এই ধরনের কোনও কাজ করিনি। কেউ আমার বাড়িতে আসতেই পারে। সে বাইরে বেরিয়ে অন্য কথা বললে তার দায় আমার নয়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *