Birbhum News,কৃত্রিম পরিবেশে সাপের ডিম ফোটালেন শিক্ষক – birbhum teacher incubate snake eggs in artificial environment


এই সময়, সিউড়ি: উদ্ধার করার পরে নিজের বাড়িতেই কৃত্রিম পরিবেশ তৈরি করে সাপের ডিম আগলে রেখেছিলেন বীরভূমের এক শিক্ষক। সেই ডিম ফুটেই বাচ্চা বেরিয়েছে। শুধু সাপই নয়, উদ্ধার হওয়া তক্ষক, গিরগিটির ডিমও ফুটিয়েছেন তিনি।গত ১ জুলাই বীরভূমের জেলা সদর সিউড়ি শহর লাগোয়া তিলপাড়ায় পিডব্লিউডি অফিস বিল্ডিংয়ের ফাটলের মধ্যে সাপ দেখতে পান দপ্তরের কর্মীরা। অফিস জুড়ে তুমুল শোরগোল পড়ে যায়। আতঙ্কে অফিস ছেড়ে সবাই রাস্তায় নেমে আসেন। বন দপ্তরকে খবর দেওয়া হলেও সাপ ধরার কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ। অগত্যা ডাক পড়ে সিউড়ির সেহাড়াপাড়ার বাসিন্দা জীবনবিজ্ঞানের শিক্ষক দীনবন্ধু বিশ্বাসের।

তিনি অফিসে পৌঁছে দেখেন, চার দিকে তোলপাড়। কার্বলিক অ্যাসিড, ব্লিচিং পাউডার, শাবল, লাঠি, কোদাল নিয়ে অফিসের ফাটল ভাঙছেন স্থানীয়রা। ততক্ষণে সাপ পালিয়ে গিয়েছে। ফাটলের মধ্যে রয়েছে আটখানা আস্ত ডিম। সেই ডিম বের করে নষ্ট করার জন্য তৎপর কয়েক জন। মাস্টারমশাই তাঁদের বুঝিয়ে ডিমগুলো আস্তে আস্তে ফাটল থেকে বের করে নিজের ব্যাগে পোরেন।

এর পরে ওই বিল্ডিংয়েরই পিছন দিকের বাগানের ভিজে মাটি সংগ্রহ করে বাড়ি ফিরে যান। এর পরেই চেষ্টা-চরিত্র করে বাড়িতেই সাপের ডিম ফোটার উপযুক্ত কৃত্রিম পরিবেশ তৈরি করেন তিনি। শুরু হয় ডিম পরিচর্যা। নিজের বাড়ির বাগানে একটি আলাদা ঘর তৈরি করেছেন তিনি। সেটিই উদ্ধার হওয়া পশুপাখিদের আস্তানা। সেই ঘরে মাটির পাত্রে অফিসঘর থেকে আনা স্যাঁতস্যাঁতে মাটি বিছিয়ে দেন তিনি। তাতে শুকনো পাতা ও খড় বিছিয়ে রেখে দেন ডিমগুলি।

প্ল্যাটফর্মে দাপিয়ে বেড়াচ্ছে মস্ত বড় সাপ, আতঙ্কে চিৎকার চেঁচামেচি যাত্রীদের
যাতে পাত্রের তাপমাত্রা ও আর্দ্রতা বজায় থাকে, তার জন্য ঘরের মধ্যেই অন্ধকার জায়গায় সযত্নে রেখে দেন পাত্রটিকে। যাতে পিঁপড়ে বা পোকামাকড় না লাগে, তার জন্য পাত্রের বাইরে গ্যামাক্সিন পাউডার, ছত্রাকনাশক পাউডার একদিন অন্তর দিতে থাকেন। গত ৬০ দিন ধরে পর্যবেক্ষণে রাখার পরে বৃহস্পতিবার সকাল থেকে একে একে ডিম ফুটে ৬টি দাঁড়াশ সাপের বাচ্চা বের হতে থাকে।

ওই শিক্ষক বলেন, ‘সাপ উদ্ধারের সময়ে অফিসের লোকজন ডিমগুলো নষ্ট করে দিচ্ছিল। আমি তুলে এনে বাড়িতে রেখে ডিম ফোটানোর চেষ্টা করলাম।’

বীরভূমের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঊর্মিলা গঙ্গোপাধ্যায় বলেন, ‘ওই শিক্ষক বীরভূমের সম্পদ। বহু প্রাণীকে উদ্ধার করে জীবন দিয়েছেন। সাপের ডিম, গিরগিটির ডিম, তক্ষকের ডিম উদ্ধার করেছেন। আজ সাপের ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। শুধু তাই নয়, ওঁর উদ্ধার করা ডিম মঙ্গলবার ফুটে গিরগিটি বেরিয়েছে। বুধবারও তাঁর উদ্ধার করা ডিম থেকে বেরিয়েছে তক্ষক যাকে স্থানীয় ভাবে আজনাই বলা হয়। বিকেলে বন দপ্তরের সহযোগিতায় সদ্যোজাত সাপ, গিরগিটি ও তক্ষকগুলিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *