Mamata Banerjee: তৃণমূল আমলে কোন কোন ক্ষেত্রে স্বনির্ভর বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী – cm mamata banerjee says state government projects help to improve many things including hilsa farming watch video


কয়েক দিনের টানা বৃষ্টি এবং ডিভিসির বিপুল জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই, খানাকুল, উদয়নারায়ণপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি সামাল দিতে কথা বলেছেন স্থানীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। সেখানেই গিয়েই তিনি জানান, ‘তৃণমূল সরকারে আসার পর একাধিক বিষয়ে উন্নতি হয়েছে’। তিনি যোগ করেন, ‘ধান নষ্ট হলেও ক্ষতি হবে না চাষীর’। ইলিশ থেকে ডিমে ‘স্বনির্ভর’ বাংলার কথা তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের কারণে বন্যার বিপদে আংশিক রক্ষা পেয়েছে সাধারণ মানুষ, নইলে আর বানভাসি পরিস্থিতি হত বলে জানান মুখ্যমন্ত্রী। আর কী কী বললেন? বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *