Mamata Banerjee News,প্লাবনে দুর্গত কৃষকদের মিলবে শস্য বিমার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর – mamata banerjee conduct a administrative meeting in purba bardhaman


সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পূর্ব বর্ধমান জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। যাঁদের ফসল নষ্ট হয়েছে তাঁদের জমি মেপে শস্য বিমার টাকা দেওয়া হবে, জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক ক্ষতি নিয়ে কৃষকদের দুঃশ্চিন্তা না করতে আবেদন জানান তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ফের একবার ডিভিসি-কে নিশানা করেন। তিনি বলেন, ‘বাংলা নদীমাতৃক দেশ। এখানে এবং অসমে যত বন্যা হয় অন্য কোথাও হয় না। বাংলা কিছুটা নৌকার মতো। ঝাড়খণ্ডে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের চিন্তা বাড়ে। কারণ ওরা নিজেদের বাঁচানোর জন্য জল ছাড়ে। ডিভিসি কেন্দ্রের। ওরা কাজ না করায় বহু মানুষের ঘর ডুবছে। ভোটের জন্য ওরা যে অর্থ খরচ করে তার এক অংশ দিলেও বন্যা পরিস্থিতি ঠেকানো সম্ভব।’

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানান, পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা প্রশাসন নজর রাখছে। সব ছুটি বাতিল করা হয়েছে। যে সব রাস্তা ভেঙেছে তা সমীক্ষা করে দেখার জন্য পূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা সংস্কার এবং মাটির বাড়িগুলি সংস্কারেরও নির্দেশ দেন মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান এ দিন বলেন, ‘দুর্তদের জন্য ফ্লাড ফেল্টার সেন্টার তৈরি করা হয়েছে।’

যে সমস্ত এলাকা বন্যা কবলিত সেখানে দলীয় তরফেও পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিধায়কদের বলেছি তাঁদের কোটা থেকে যেন গ্রামের রাস্তাগুলো সাধ্যমতো সংস্কার করেন।’ বন্যা পরিস্থিতির মোকাবিলায় একজোট হতে এবং মানুষের পাশে দাঁড়াতে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *