Nirmal Ghosh Mla,’কে সন্দীপ ঘোষ?’ সিজিও থেকে বেরিয়ে প্রশ্ন নির্মলের – nirmal ghosh says he did not had a conversation with sandip ghosh


‘কে সন্দীপ ঘোষ?’, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মন্তব্য করলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজি কর কাণ্ডে সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাঁকে। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সিবিআই-এর দপ্তরে হাজির হন। এ দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান এই তৃণমূল বিধায়ক।আরজি করের নির্যাতিতা তাঁর বিধানসভা এলাকার বাসিন্দা। ৯ অগস্ট তিনি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন, সামনে এসেছে এমনই তথ্য। এ দিন সিজিও থেকে বেরিয়ে নির্মল ঘোষ বলেন, ‘আমি বিকেল সাড়ে ৩টে নাগাদ হাসপাতালে গিয়েছিলাম। ওই তরুণী আমার বিধানসভা এলাকার বাসিন্দা। নৈতিক দায়িত্ব পালনের জন্য আমি গিয়েছিলাম।’

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে কি তাঁর কোনও কথা হয়েছিল? সংবাদ মাধ্যমের এই প্রশ্নে সুর চড়ান নির্মল ঘোষ। তিনি বলেন, ‘কে সন্দীপ ঘোষ?ও আমার আলোচনার মধ্যে আসে না।’

আরজি কর কাণ্ডে এবার সিবিআই দপ্তরে পানিহাটির তৃণমূল বিধায়ক

বারবার এ দিন নির্মল ঘোষকে বলতে শোনা যায়, তিনি আরজি কর কাণ্ডে সুবিচার চান এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমনটাই চাইছেন। নির্যাতিতার পরিবারের অভিযোগ ছিল, দাহকাজের জন্য তাড়াহুড়ো করা হয়েছিল। ৯ অগস্ট শ্মশানের বাইরের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দাহকাজের ক্ষেত্রে বিধায়কের কোনও ভূমিকা ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে সিবিআই, সূত্রের খবর এমনটাই। সোমবার সিজিওতে ঢোকার আগে নির্মল ঘোষ বলেন, ‘আজ আমাকে সময় দেওয়া হয়েছিল। কেন ডেকেছে, তা জানানো হয়নি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *