Anubrata Mondal: ‘ধুলো পছন্দ করেন না কেষ্টদা’, অনুব্রতর অফিসে পালিশ থেকে ঝাড়পোঁছ – anubrata mondal office renovation work going on before tmc leader returns in birbhum watch video


দুর্গাপুজো আসতে এখনও হাতে গোনা কয়েকদিন, কিন্তু তার আগেই উৎসবে ফিরেছে বোলপুরের মানুষ। ঝুল ঝেড়ে ঝকঝক করা হচ্ছে ঘর। দেওয়ালে লাগানো হচ্ছে নতুন ছবি, জানলায় নতুন পর্দা। তাঁর বসার চেয়ারে পড়ছে নতুন করে পালিশের পোঁচ। সেখানে এসেছে যে দাদার প্রত্যাবর্তনের খবর। বোলপুরে জোড়াফুল শিবিরে এখন সাজোসাজো রব। ১৮ মাস বাদে ঘরে ফিরছেন ‘বীরভূমের বাঘ’ ওরফে অনুব্রত। গত শুক্রবার, ২০ সেপ্টেম্বর তৃণমূলের দাপুটে নেতার জামিনের খবর আসতেই জেলায় শুরু উৎসব। অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে রাতারাতি ফ্লেক্স ছাপিয়ে তৈরি হয়ে গিয়েছে গেট। অন্যদিকে, যুদ্ধকালীন তৎপরতা জেলার তৃণমূল পার্টি অফিসে। প্রিয় কেষ্টদার ফেরার খবর পেয়ে আনন্দে আত্মহারা অনুগামীরা। তিহাড় থেকে বেরিয়ে প্রথমেই বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল বলে সূত্রের খবর। জামিনে মুক্তি পেয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। বাবা-মেয়েকে স্বাগত জানানোর অপেক্ষায় জেলার জোড়াফুল শিবির। মঙ্গলবার বোলপুরে প্রশাসনিক বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রিয় কেষ্ট-এর সঙ্গে দেখা করতে পারেন নেত্রী বলে খবর। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *