Anubrata Mondal Mamata Banerjee,আজই মমতা-অনুব্রত সাক্ষাৎ? কোর কমিটির ভবিষ্যৎ নিয়েও চর্চা – anubrata mondal may visits mamata banerjee today


বীরভূমে প্রশাসনিক বৈঠকের পর মঙ্গবারেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে পারে অনুব্রত মণ্ডলের। সূত্রের খবর, বৈঠক শেষে বীরভূমের সরকারি গেস্ট হাউস রাঙাবিতানে এই সাক্ষাৎ হতে পারে।গোরু পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর মঙ্গলবার বীরভূমের নিচুপট্টির বাড়িতে পা রেখেছেন অনুব্রত মণ্ডল। এ দিকে এই দিনই বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অনুব্রতর সঙ্গে কি সাক্ষাৎ হবে মুখ্যমন্ত্রীর? এই প্রসঙ্গে কেষ্ট অবশ্য জানিয়েছেন, শরীর ভালো থাকলে তিনিই দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জেলা তৃণমূল সূত্রে খবর, বিকেলে মমতা-অনুব্রত সাক্ষাতের প্রবল সম্ভাবনা।

অনুব্রত মণ্ডল এখনও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। গোরু পাচার মামলায় তাঁর গ্রেপ্তারের পর বীরভূমে দলীয় সংগঠনের উপর বিশেষ নজর রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের সংগঠনের জন্য একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের ঠিক আগে সেই কমিটি পুনর্গঠন করা হয়েছিল। জেলায় দলের কার্যকলাপের উপর নজরদারি চালানোর দায়িত্ব ছিল সেই কমিটির উপর। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে দুই নির্বাচনেই বীরভূমে নিজেদের শক্তি ধরে রাখতে পেরেছে তৃণমূল। সেই অর্থে এই কোর কমিটি সফল বলেই দাবি রাজনৈতিক মহলের।

বাড়ি ঢোকার আগে চোখে জল জামিনে মুক্ত অনুব্রতর

অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের পর কি এ বার জেলায় দলের সমস্ত দায়িত্ব কেষ্টর হাতে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাঙা হবে কোর কমিটি? এখন সব নজর সেই দিকেই। শোনা যাচ্ছে, এ দিনই একবার বীরভূমে তৃণমূলের দলীয় কার্যালয়ে যেতে পারেন অনুব্রত মণ্ডল। তবে তাঁর শরীর খুব একটা ভালো নেই। ফলে শরীর ঠিক থাকলে তবেই তিনি বাড়ি থেকে বার হবেন বলে সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *