BJP In West Bengal: হাওড়া থানা শুদ্ধকরণ বিজেপির – bjp mahila morcha on monday held a purification programme at howrah police station


এই সময়, হাওড়া: সরকার, প্রশাসন আগে দুর্নীতিতে যুক্ত ছিল, এখন ধর্ষণেও যুক্ত—সোমবার হাওড়ায় এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এ দিন হাওড়া থানায় শুদ্ধকরণ কর্মসূচি পালন করল বিজেপি মহিলা মোর্চা। দলের রাজ্য সম্পাদক ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কর্মসূচির নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার হাওড়া জেলা সদরের সভানেত্রী পৌলমী আদক-সহ নেতৃবৃন্দ।সেখানে প্রিয়াঙ্কা বলেন, ‘নবান্ন অভিযানে গেলে পুলিশ মানুষের উপর লাঠি চালায়। গ্রেপ্তার করে। অথচ ধর্ষকদের পুলিশ গ্রেপ্তার করতে পারে না। তাদের আড়াল করে।’ এ দিন হাওড়া জেলা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে হাওড়া থানার সামনে গঙ্গা জল ছড়িয়ে ঝাঁটা দিয়ে সাফাই কর্মসূচি পালন করেন বিজেপি কর্মীরা। আরজি করের ঘটনা-সহ রাজ্য জুড়ে মহিলা নির্যাতনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।

তাঁরা মনে করেন মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাঁদের আরও অভিযোগ, অন্যায় যারা করছে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে থানায় পুলিশ যাতে ঠিক দায়িত্ব পালন করে সেই বার্তা দেওয়া হয়েছে। শুদ্ধকরণের মধ্যে দিয়ে পুলিশকে শুধরে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *