Upper Primary Recruitment,মেধা তালিকায় নাম না থাকাদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, কালই উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ – upper primary recruitment case supreme court did not give any stay on calcutta high court order


উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ জন শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেধা তালিকায় নাম না-থাকা প্রার্থীরা। মঙ্গলবার তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে আর কোনও আইনি জটিলতা থাকল না।সোমবারই উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্যানেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ২৮ অগস্ট নির্দেশ দিয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ এবং তারপরের ৪ সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মেধা তালিকায় নাম না-থাকা প্রার্থীরা। কিন্তু তাদের আবেদন সর্বোচ্চ আদালতে গ্রাহ্য হলো না।

সোমবারই উচ্চ প্রাথমিকের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে এসএসসি ভবন ঘেরাও করেছিলেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। ওই দিনই প্যানেল প্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে ২৩ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওই বছরই স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল, পরীক্ষায় অংশ নেন ২ লক্ষ ২৮ হাজারের বেশি পরীক্ষার্থী। ২০১৯ সালের ২৪ অগস্ট এসএসসি ইন্টারভিউ তালিকা প্রকাশ করে এবং ওই বছরেই প্রকাশ হয় মেধা তালিকাও। এরপরেই একগুচ্ছ অনিয়মের অভিযোগ ওঠে এবং কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সম্প্রতি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই ১৪ হাজার ৫২ পদে নিয়োগ জটিলতা কেটেছিল।

উচ্চ প্রাথমিকে প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি SSC-র, দ্রুত নিয়োগের দাবি চাকরিপ্রার্থীদের

কিন্তু বেশ কিছু প্রার্থী হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন। তার জেরে ফের নিয়োগ নিয়ে জটিলতা দেখা দেয়। এ বার সুপ্রিম কোর্ট প্রার্থীদের মামলা খারিজ করায় সেই জটিলতা কাটল। স্বাভাবিকভাবেই খুশি মেধা তালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *