অর্ণবাংশু নিয়োগী: ‘আবার প্রয়োজনে নিজেদের হেফাজতে চাওয়া হবে’। আরজি কর কাণ্ডে টালা থানার তত্কালীন ওসি অভিজিত্ মণ্ডলকে এবার বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করল সিবিআই! কেন? মুখবন্ধ ঘামে তথ্য জমা দেওয়া হল আদালতে।
তথ্যপ্রমাণ লোপাট, সঙ্গে ইচ্ছাকৃতভাবে দেরি FIR দায়ের-ও! স্রেফ সন্দীপ ঘোষ নন, আরজি কর কাণ্ডে টালা থানার তত্কালীন ওসি অভিজিত্ মণ্ডলকেও গ্রেফতার করেছে সিবিআই। দু’দফায় ৬ দিন সিবিআই হেফাজতেই ছিলেন তিনি। আজ, বুধবার অভিজিত্-কে পেশ করা হয় শিয়ালদহ আদালতে।
শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘আমরা সুপ্রিম কোর্ট অনেক কিছু জানিয়েছি। আগামী 30 তারিখ আবার সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়ে জানাব। আমাদের হাতে ম্যাজিক কিছু নেই। আমার অপেক্ষা করছি। সিসিটিভি, মোবাইল সব কিছু বাজেয়াপ্ত হয়েছে। তার জন্যে অপেক্ষা করছি। তাই জন্যে এখন আমরা জেল হেফাজত চাইছি। তারপর আবার প্রয়োজনে নিজেদের হেফাজতে চাওয়া হবে’। অভিজিতের আইনজীবীর পাল্টা সওয়াল, ওপেন কোর্ট হলে পাবলিকের জানার জায়গাটা থাকবে। ওনারা অফিসিয়াল চাইলে আমরা বিরোধিতা করব’।
এদিকে আরদি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার সাসপেন্ড করা হয়েছে ওসি অভিজিত্-কে। কারণ, কোনও অফিসার ৪৮ ঘণ্টা পুলিস হেফাজতে কাটালে, তাঁকে সাসপেন্ড করা-ই নিয়ম। এর আগে, সার্ভে পার্কে অভিজিতের বাড়িতে যান কলকাতা পুলিসের অ্যাডিশনাল সিপি। সঙ্গে ডিসি ইস্টও। সিপি বললেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ওসির কোনও দোষ নেই। যা কিছু করেছেন, সত্ উদ্দেশ্যেই করেছেন’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)