Anubrata Mondal: মেনুতে প্রিয় পদ, প্রায় ২৫ মাস পরে অনুব্রতর পাতে বাড়ির খাবার – tmc leader anubrata mondal eats his favourite foods at lunch after returning home from tihar jail know his brother reaction watch video


প্রায় দু’বছর পর ঘরে ফিরল ঘরের ছেলে। প্রিয় দাদার অভ্যর্থনায় মঙ্গলবার বোলপুরের নীচুপট্টিতে নেমেছিল কেষ্ট অনুরাগী মানুষের ঢল। গোরু পাচার মামলায় জামিন পেয়ে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। মালা পরিয়ে ফুল ছুঁড়ে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন পরে বাড়ি ফিরে আবেগপ্লুত হয়ে পড়েন তৃণমূলের দাপুটে নেতা। জানা যায়, তাঁর আসার খুশিতে বাড়িতেও হয়েছে এলাহি আয়োজন। দুপুরের খাবারে ছিল তৃণমূলের নেতার প্রিয় সব পদ। জানালেন তাঁর দাদা অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বাড়ি ফেরার পর আনন্দে চোখে জল দেখা গিয়েছে ভাইয়ের। পাশাপাশি আবেগপ্রবণ কেষ্ট অনুরাগীরাও। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *