পুজোর মুখে রাজ্যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে ডিভিসি ধাপে ধাপে জল ছাড়ার কারনে। বীরভূমে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। আজ, মঙ্গলবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগ়ৃহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘বন্যার কবলে পড়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে রাজ্য সরকার বলে জানান তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, ‘অন্তত ১১ লক্ষ বাড়ি তৈরি করা হবে’। সেখানে এলাকা পরিদর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ডিভিসিকে জল ছাড়া নিয়ে কটাক্ষ করেন। রেকর্ড ভাঙা জল ছেড়েছে ডিভিসি বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর কী বললেন? বিস্তারিত রইল এই ভিডিয়োতে।