Siliguri Police: শিলিগুড়ি থেকে জয়পুর, নাবালিকা অপহরণে গ্রেপ্তার মা ও ছেলে – siliguri police arrest a youth and his mother allegedly kidnapping minor girl


এই সময়, শিলিগুড়ি: সোশ্যাল মিডিয়ার আলাপ। পরে বন্ধুত্ব গড়ে শিলিগুড়ি থেকে নাবালিকাকে অপহরণ করে রাজস্থানে নিয়ে গিয়ে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে নাবালিকাকে রাজস্থানের জয়পুর থেকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আমন শর্মা ও তার মা প্রীতি শর্মাকে। বুধবার তাদের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসে মাটিগাড়া থানার পুলিশ।

নাবালিকা শিলিগুড়ির একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। সোশ্যাল মিডিয়ার সূত্রে ধৃত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ১৯ সেপ্টেম্বর নাবালিকা বাড়ি থেকে টিউশনে যাওয়ার নাম করে উধাও হয়ে যায়। পরদিন, ২০ তারিখ পরিবারের লোকেরা মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেদিনই রাতে নাবালিকার পরিবারের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে।

তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। দেখা যায় ওই নাবালিকা বাড়ি থেকে বার হয়ে জাতীয় সড়ক ধরে বাগডোগরা বিমান বন্দরের দিকে যাচ্ছে। বাগডোগরা বিমান বন্দরেও নাবালিকাকে দেখতে পাওয়া যায়। এর পরেই পুলিশ বিমানের টিকিট ও যাত্রীদের নাম মিলিয়ে দেখতে গিয়ে জানতে পারে, নাবালিকাকে বাগডোগরা থেকে দিল্লি হয়ে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

তার পরেই মাটিগাড়া থানার পুলিশকর্মীদের একটি দল জয়পুরে রওনা হয়। স্থানীয় পুলিশ এবং অভিযুক্তদের মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখে নাবালিকাকে উদ্ধারের পরে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, মা ও ছেলে এ ভাবেই নাবালিকাদের ফাঁসিয়ে টাকা আদায় করে। এই ছকেই গত কয়েক মাস ধরে মাটিগাড়ার ওই নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে ধৃত যুবক। শিলিগুড়ির উপনগরপাল বিশ্বরূপ ঠাকুর বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। ধৃতদের আরও জেরা করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *