Upper Primary Merit List,৮ বছরের অপেক্ষার অবসান, প্রকাশিত উচ্চপ্রাথমিকের মেধাতালিকা – west bengal ssc upper primary merit list published on wednesday


প্রকাশিত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মেধা তালিকা। বুধবার সন্ধ্যায় মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।। বুধবার ১৩ হাজার ৯৫৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছেদীর্ঘ ৮ বছর বাদে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধা তালিকা। আদালতের দেওয়া সময়সীমা বুধবার শেষ হবে। বুধবার সন্ধ্যায় তালিকা প্রকাশ করল এসএসসি। যদিও, চাকরিপ্রার্থীদের দাবি, শুধু মেধাতালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে। এসএসসি সূত্রে খবর, পুজোর ছুটির আগেই কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করতে পারে এসসসি। www.westbenglassc.com ওয়েবসাইট থেকে ফল দেখে নেওয়া যাবে।

আপার প্রাইমারির মেধা তালিকা
প্রসঙ্গত, এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৪ সালের ৩০ জানুয়ারি। এরপর পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালের ১৬ অগস্ট। ফলপ্রকাশ করা হিউ ছিল ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। এর আগে দু’বার মেধাতালিকা বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে। অবশেষে তৃতীয়বার মেধাতালিকা প্রকাশিত হয় বুধবার। স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছিল, অনেকে রয়েছেন, যাঁদের অ্যাকাডেমিক স্কোরে সমস্যা ছিল। সার্টিফিকেটের সঙ্গে তাঁদের নম্বর মিলছে না। আবার কেউ কেউ বিএড করেছেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে। কেন্দ্রে বাদ দিয়েই তালিকা প্রকাশিত হয়।

উচ্চ প্রাথমিকে প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি SSC-র, দ্রুত নিয়োগের দাবি চাকরিপ্রার্থীদের
এক মাসের মধ্যেই মেধা তালিকা প্রকাশের জন্য গত ২৮ অগস্ট নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী এক মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, মেধা তালিকা থেকে বাদ যাওয়া মোট ১ হাজার ৪৬৩ জনকে যুক্ত করে তবেই নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। যদিও, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় চাকরি প্রার্থীদের একাংশ। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয়, এখনই হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেছেন না তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *