কলকাতা পুলিশ,পুজোয় মানুষ ঠাকুর দেখতে বের হবে না? পুলিশের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে – a case in calcutta high court challenging kolkata police notice


দুর্গাপুজোর হাতে গোনা কয়েকদিন বাকি। এর মাঝেই কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ মাস কলকাতা শহরের একাংশে বড় জমায়েত করা যাবে না। পুলিশের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হল হাইকোর্টে।কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ অনুযায়ী, শহর কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত কলকাতা পুলিশের অধীনস্থ থানা এলাকায় ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত পাঁচ জনের বেশি একত্রে চলাফেরা, দাঁড়িয়ে থাকা বা জমায়েত করা যাবে না। এই বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাহলে কি এবার দুর্গাপুজোয় কলকাতায় মানুষ ঠাকুর দেখতে বেরোবে না? মণ্ডপে মণ্ডপে বসে আড্ডা মারাও কি নিষিদ্ধ? কলকাতা পুলিশের বুধবার রাতের এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জোড়া মামলায় এই প্রশ্নগুলি তোলা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুটি মামলা দায়ের হয়েছে। একটি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে, অন্যটি দায়ের করেছে সিপিএমের যুব সংগঠনেই তরফে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের আদালতের অনুমতি নিয়ে মামলা দায়ের করা হয়। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সিপি র বিজ্ঞপ্তির বয়ান ঘিরে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যেই। আরজি করের প্রতিবাদে এখন থেকেই আন্দোলন, মিছিল বন্ধ করে নাগরিকদের নিয়ন্ত্রণ করতে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, হেয়ার স্ট্রিট, বউবাজার, ও হেড কোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকা, যা মূলত ধর্মতলা কেন্দ্রিক, সেই এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।

রাজ্য প্রয়োজন মতো শিক্ষকদের বদলি করতে পারে, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট
বিজ্ঞপ্তির আরেক অংশে ‘সিটি অফ কলকাতায়’ এই নির্দেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এই নির্দেশের কপি শহরের সব থানা ও সব ডিভিশনাল কমিশনারের অফিসে নোটিস বোর্ড, কলকাতা পুলিশের অফিসে প্রচার করতে বলা হয়েছে। একইসঙ্গে কলকাতা পুরসভার অফিসেও পাঠানো হয়েছে এই নির্দেশ। শহর কলকাতায় আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের উল্লেখ করা হয়েছে পুলিশের বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *