চিকিৎসা-বর্জ্য: প্লান্ট গড়তে চায় পুরসভা – kolkata municipal corporation wants to set up plant to recycle medical waste


এই সময়: আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার পরে নতুন করে সামনে এসেছে হাসপাতালের চিকিৎসা-বর্জ্য নিয়েও দুর্নীতির বিষয়টি। বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনেও ওঠে চিকিৎসা-বর্জ্যের ব্যবস্থাপনার প্রসঙ্গ। ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বরূপ দে জানতে চান বায়োমেডিক্যাল ওয়েস্ট বা চিকিৎসা-বর্জ্য নিয়ে পুরসভার নীতি কী? কলকাতায় কত চিকিৎসা-বর্জ্য তৈরি হয় এবং তার অর্থ-মূল্য কত?মেয়র ফিরহাদ হাকিম জানান, কলকাতায় প্রতি দিন গড়ে ১৯৩ কিলোগ্রাম চিকিৎসা-বর্জ্য পাওয়া যায়। যদিও পুর-আধিকারিকদের যুক্তি, এটা শুধুমাত্র কলকাতা পুরসভার আওতাধীন স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে জড়ো হওয়া চিকিৎসা-বর্জ্যের পরিমাণ। কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতাল বা অন্য সরকারি-বেসরকারি হাসপাতালগুলির বায়োমেডিক্যাল ওয়েস্টের পরিমাণ এর মধ্যে ধরা নেই।

সভায় উপস্থিত কাউন্সিলাররা ভেবেছিলেন বিশ্বরূপের প্রশ্নের জবাব দেবেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষ অথবা জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। যদিও শেষমেশ জবাব দেন মেয়র নিজেই। ফিরহাদ জানান, শহরে পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা করা হয়েছে আগে।

তবে চিকিৎসা-বর্জ্যের ক্ষেত্রে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। মেয়র বলেন, ‘আমি চিকিৎসা-বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্লান্ট গড়ার প্রস্তাব দিয়েছি। সেটা হলে চিকিৎসা-বর্জ্য থেকেও আয় বাড়বে পুরসভার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *