সম্প্রতি কলকাতায় হয়ে গেল আলিপুর চিড়িয়াখানার ১৫০ বছর উদযাপন। উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা থেকে শুরু করে মেয়র ফিরহাদ হাকিম। মোবাইলের যুগে কি চিড়িয়াখানার প্রতি আকর্ষণ কমছে? কী বলছেন বীরবাহা-ফিরহাদ হাকিমরা? বাড়ির ছোট ক্ষুদেরা নিয়ম করে মা-বাবার হাত ধরে চিড়িয়াখানায় আসে প্রিয় কোনও প্রাণীর সঙ্গে দেখা করতে। ২০১৩ থেকে আলিপুর চিড়িয়াখানায় শুরু হয়েছে প্রাণী দত্তক নেওয়ার প্রক্রিয়া। চাইলে আপনিও হয়ে উঠতে পারেন আপনার পছন্দের কোনও পশু বা পাখির অভিভাবক। মুঠোফোনের বদলে দত্তক-সন্তানের সঙ্গেই যদি সময় কাটে আপনার খুদের, কেমন হয় তাহলে? সময়ের সঙ্গে কি এই দত্তক নেওয়ার হার বাড়ছে?