Alipurduar News,২০ জন ছাত্রীকে কান ধরে রাস্তায়? বিক্ষোভ, অস্বীকার স্কুল কর্তৃপক্ষের – protest at alipurduar jateswar girls high school


এই সময়, আলিপুরদুয়ার: দেরিতে স্কুলে আসায় ক্লাস নাইনের ২০ জন ছাত্রীকে কান ধরে স্কুলের বাইরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের জটেশ্বর গার্লস হাইস্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে। অভিযোগ, শাস্তির কারণে অসুস্থ হয়ে পড়ে চার পড়ুয়া। মঙ্গলবারের ওই ঘটনার জেরে বুধবার দফায় দফায় অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।স্কুলের দেওয়া ‘শাস্তি’তে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক ছাত্রীর কাকা শ্যামল রায় বলেন, ‘প্রথমে স্কুলের তরফে আমাকে ফোন করে জানানো হয় যে ভাইঝি অসুস্থ হয়ে পড়েছে। স্কুলে ছুটে এসে জানতে পারি যে শাস্তির কারণে সে অসুস্থ হয়েছে। স্কুলের আচরণ কিছুতেই মানা যায় না। ভাইঝিকে আমি বীরপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করি। স্কুল কোনও দায়িত্ব নিতে চায়নি।’

অপর এক অভিভাবক জ্যোৎস্না শীল বলেন, ‘শিক্ষিকারা ছাত্রীদের দোষ দেখলে শাসন করুন কোনও আপত্তি নেই। তাই বলে স্কুলের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখাটা শোভনীয় নয়। দূরে বাড়ি। বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে আসতে গিয়ে সামান্য দেরি হতেই পারে। তাই বলে এ ভাবে শাসন করা হবে?’ জেলা বিদ্যালয় পরিদর্শক (উচ্চ মাধ্যমিক) আহসানুল করিম বলেন, ‘অনভিপ্রেত ঘটনা। এমনটা হওয়া ঠিক হয়নি। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।’

যদিও স্কুলের প্রধান শিক্ষিকা সোমা দে অভিভাবকদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীরা দেরি করে স্কুলে আসছিল। সাড়ে দশটায় প্রার্থনা। মিনিট কুড়ি পরে ক্লাস শুরু হয়। সতর্ক করেও কাজ হয়নি তাই কান ধরে দাঁড়াতে বলা হয়েছিল। তবে তা স্কুলের বাইরে কখনই নয়। স্কুলের মাঠে ওই ছাত্রীদের শাসন করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *