Kolkata Airport,চিনগামী বিমানের জরুরি অবতরণেও হয়নি শেষরক্ষা, কলকাতায় মৃত্যু ইরাকের কিশোরীর – china bound iraqi flight emergency landing at kolkata airport for one passengers illness


বাগদাদ থেকে চিন যাওয়ার পথে বিমানের জরুরি অবতরণ কলকাতা বিমাববন্দরে। এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটিকে দমদম বিমানবন্দরে রাতে অবতরণ করা হয়। যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় ওই যাত্রীর।জানা গিয়েছে, ইরাকের বাসিন্দা ওই যাত্রীর নাম ডেকান সমীর আহমেদ। সওয়ার কিশোরীকে বিমানে উঠে পরীক্ষা করেন এয়ারপোর্ট পাবলিক হেলথ অর্গানাইজেশন (এপিএইচও)-র সদস্যেরা। তাঁরা জানান, সে সময় কিশোরীর নাড়ির স্পন্দন মেলেনি। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে ওই কিশোরীর।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে চিনের উদ্দেশে যাচ্ছিল বিমানটি। চিনের গুয়াংঝৌ বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। তবে, গন্তব্যে পৌঁছনোর আধ ঘণ্টা আগেই কলকাতা বিমানবন্দরে সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন ওই কিশোরী। বিমানবন্দরের পাঁচ নম্বর গেট দিয়ে বার করে তিন জনকে অ্যাম্বুল্যান্সে করে কাছে হাসপাতালে পাঠানো হয়। যদিও শেষরক্ষা হয়নি।

পুজোয় মানুষ ঠাকুর দেখতে বের হবে না? পুলিশের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে
বুধবার রাতে ১টা ১৮ মিনিট নাগাদ বিমান থেকে নামানো হয় আহমেদ এবং তার সঙ্গে আসা দুই যাত্রীকে। কলকাতায় একটি হাসপাতলে ভর্তি করানো হয় ওই কিশোরীকে। চিকিৎসা চলাকালীন আজ, বৃহস্পতিবার বেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যেহেতু, ইরাকের যাত্রী প্রাণ হারিয়েছেন, সেই কারণে ইরাক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে ভারত সরকার। উল্লেখ্য, ইরাকি এয়ারওজ়ের এই বিমানটিতে ১০০ জন যাত্রী এবং ১৫ জন কর্মী ছিলেন। তিনজনকে নামিয়ে দিয়ে বাকি যাত্রীদের নিয়ে চিনের উদ্দেশে কাল রাতেই উড়ে যায় বিমানটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *