Pathar Pratima News,পাথরপ্রতিমায় বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার, রহস্য – husband and wife body recovered from house in pathar pratima


দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানা এলাকায় একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম পশুপতি কর (৪৫) ও দুর্গারানি কর (৪০)। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার বেলা গড়ালেও তাঁদের বাড়ি থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। এক মহিলা তাঁদের খোঁজ নিতে গিয়ে দেখেন ঘরের মধ্যেই দু’জনের মৃতদেহ পড়ে রয়েছে। মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠিয়েছে। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘কী কারণে মৃত্যু তার তদন্ত হচ্ছে।’পাথরপ্রতিমা ব্লকের শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায় কর দম্পতির বাড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। এই ঘটনায় দম্পতির আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, পশুপতি চাষ করতেন। এলাকায় তাঁর একটি ছোট চায়ের দোকানও ছিল। যদিও তা থেকে রোজগার খুব একটা হতো না। স্থানীয় বাসিন্দারা জানান, সংসারে টানাটানি লেগে থাকত। তাঁদের ছেলে কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে। স্বামী-স্ত্রী দুজনেই ওই বাড়িতে থাকতেন। ছেলেকে মৃত্যুর খবর দেওয়া হয়েছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। পরে তা ময়নাতদন্তের জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, একজনের দেহ মেঝেতে এবং অন্যজনের দেহ খাটের উপর পড়েছিল। দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলে প্রাথমিকভাবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে।

মৃতের দাদা মধুসূদন কর জানান, রাতেও তাঁর ভাইয়ের সঙ্গে স্বাভাবিক কথা হয়। সকালে রেশন দোকানে যাওয়ার কথা ছিল। তিনি বলেন, ‘সকালে ঘটনার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম।’ ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন প্রতিবেশীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *