Rachana Banerjee: ‘চার মাস আগের মন্দির-বাড়ি আজ নেই…’, গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগ রচনার – tmc mp rachna banerjee inspects flood affected area of hooghly watch video


নিজের লোকসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নদী বাঁধ ভাঙন দেখে উদ্বেগ প্রকাশ হুগলির সাংসদের। তিনি বলেন, প্রচারে এসে যে জায়গা দেখে গিয়েছিলেন তাঁর অনেককিছুই এখন জলের তলায়। সাংসদকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অনুপস্থিতি নিয়েও অভিযোগ করেন গ্রামবাসীরা। তাঁদের কথা শুনে ‘বলাগড় মাস্টার প্ল্যান’ তৈরির ইচ্ছাপ্রকাশ করেন রচনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *