RG Kar Case: গাড়িতে উঠতে গিয়ে পায়ে আঘাত, হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি – tala police station ex oc arrested for rg kar case admitted to hospital


হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বুধবার রাতে আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি।আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে। জেল হেফাজতেই ছিলেন অভিজিৎ। বুধবার শিয়ালদা আদালতে তাঁকে হাজির করানো হয়েছিল। আদালত থেকে জেলে ফেরার জন্য প্রিজন ভ্যানে ওঠার সময়েই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সঙ্গে থাকা পুলিশ কর্মীরা তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। অভিজিৎ অসুস্থ বোধ করায় দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ভর্তি অভিজিৎ। চিকিৎসা চলছে তাঁর।

আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, এফআইআর দেরিতে রুজু করা-সহ একাধিক অভিযোগ রয়েছে অভিজিতের বিরুদ্ধে। অভিজিতের আইনজীবী বুধবার আদালতে তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন করেছিলেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গতকাল আদালতে হাজির করানো হয়েছিল। সন্দীপ-অভিজিৎ দু’জনেরই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দু’জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অনুমতি মিললে তাঁদের নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষাও করানো হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

আরজি করের প্রমাণ নষ্ট থানাতেই: সিবিআই
প্রসঙ্গত, আরজি করের ঘটনা নিয়ে বুধবারই শিয়ালদা আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টেই দাবি করা হয়, টালা থানাতে বসেই ঘটনার একাধিক তথ্যপ্রমাণ সরিয়ে করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এমনকী ভুয়ো রিপোর্ট তৈরিতেও ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করে সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *