অভিষেকের নাম করে ‘তোলাবাজি’ খোদ মেয়রের QSD-র! বিব্রত ববি… FIR filed against ASD of Mayor Firhad Hakim on extortion charge


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নাম করে তোলাবাজি? খোদ মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। শেক্সপিয়র সরণী থানায় FIR দায়ের করলেন অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসের এক আধিকারিক। ‘কোনও অভিযোগ থাকলে আমাকেই দিতে পারত’, বললেন মেয়র।

আরও পড়ুন:  Ratriter Sathi | Kolkata Police: ৬ হাসপাতালে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ‘রাত্তিরের সাথী’, দায়িত্বে কলকাতা পুলিসের প্রাক্তন দুঁদে অফিসাররা

সূত্রের খবর, গত কয়েক দিন ধরে অভিষেকে ক্যামাক স্ট্রিট বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ‘কাছের লোক’ পরিচয় দিয়ে টাকা আদায় করছিলেন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। অনেককে নাকি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি! বিনিময়ে চেয়েছেন টাকা। আজ, শুক্রবার  শেক্সপিয়র সরণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে উল্লেখ,  ‘এই ঘটনায় মেয়রের ওএসডি কালীচরণ ছাড়াও আরও কেউ জড়িত থাকতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের কারও কোনও যোগ নেই’।

জি ২৪ ঘণ্টাকে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘আমি কিছু জানি না। আমি আপনার কাছে শুনলাম।  ওরকম কোনও অভিযোগ থাকে, আমাকেই দিতে পারত। আমি তদন্ত করতাম। একটা মানুষের বিরুদ্ধে যদি এমনি কোনও অভিযোগ আসে, যার কোনও ভিত্তি নেই। আমি কী করব’!

আরও পড়ুন:  Kolkata Puja: পুজোতে কোনও ছুটি নয়, ডিজির নেতৃত্বে সোম থেকেই প্যান্ডেলগুলির নজরদারিতে পুলিস…

কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কারও নাম বলছি না।  ভাইপোর একমাত্র পরিচয়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপো। ওনার আলাদা কোনও অস্তিত্ব আছে বলে স্বীকার করি না’। সঙ্গে কটাক্ষ, ‘কার্বাইট দিয়ে কাঁঠাল পাকানো হয়েছে।  ক্ষমতা আসার পর প্যারাসুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনই ন্যাচারাল লিডার হতে পারে না।  এটা বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তাঁর দলে কারও অস্তিত্ব আছে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *