মোবাইলে ছবি তুলতে গিয়ে পা পিছলে খাদে! কাশ্মীরে মৃত্যু বাঙালি পর্যটকের… A tourist from Hooghly dies in kashmir


বিধান সরকার: প্রাণ কাড়ল সেই মোবাইল-ই! কাশ্মীরে ঝরনা ছবি তুলতে গিয়ে  পা পিছলে সটান খাদে। মৃত্যু হল পর্যটকের। শোকের ছায়া হুগলির দাদপুরে।

আরও পড়ুন: Electrocution: ফের বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার ৩ বছরের শিশু-সহ একই পরিবারের ৪ জন…..

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম  দেবব্রত ঘোষ। বাড়ি, দাদপুর থানার মাকালপুর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারী তলায়। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। শিবাইচণ্ডী স্টেশনের কাছে বিভিন্ন রকমের বীজের দোকান। বীজ কোম্পানির সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন দেবব্রত। কবে? রবিবার। গতকাল, বৃহস্পতিবার পহেলগাঁওয়ে মনোরম দৃশ্য মোবাইলবন্দি করছিলেন দেবব্রত। একটি ধরনার ছবি তুলতে গিয়ে পা পিছলে পাথরের উপর পড়ে যান তিনি। চোট লাগে মাথায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সক।

বাড়িতে রয়েছেন বাবা-মাস স্ত্রী ও দুই মেয়ে আছে। এক মেয়ের অবশ্য বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী অসুস্থ। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আজ, শুক্রবার গভীর রাতে দমদম বিমানবন্দরে দেহ আসবে। কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ-সহ বেশ কয়েকজন। 

আরও পড়ুন:  Murshidabad: প্রেমের টানে বাংলাদেশে চলে গিয়েছেন স্ত্রী! খোঁজ দিলে লক্ষ টাকা পুরস্কার স্বামীর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *