আরজি কর আবহে সম্প্রতি ‘টেক্কা’ ছবির একটি পোস্টার ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ -এই পোস্টার ঘিরেই তৈরি হয় বিতর্ক। নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্টও করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল লেখেন ‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজি কর আবহের ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে।’ পাশাপাশি তিনি আরো যোগ করেন, ‘উৎসবে ফিরব না অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।’ এরপরেই রাতারাতি বদলে ফেলা হয় সেই পোস্টার। পোস্টারে মেয়ের জায়গায় আসে ‘আমার অবন্তিকাকে কে ফেরাবে। এই পোস্টার যে মোমেন্ট মার্কেটিংয়ের জন্য় নয়, তা স্পষ্ট জানিয়েছেন সৃজিত, দেব এবং স্বস্তিকা। মোমেন্ট মার্কেটিং মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে জানাচ্ছেন জনপ্রিয় বিজ্ঞাপন সংস্থার সিইও সিদ্ধার্থ রায়। বিস্তারিত রইলো এই ভিডিয়োতে।