Jalpaiguri News,৩৪ বছর পর মিলল বিচার, প্রাক্তন সেনাকর্মী খুনে যাবজ্জীবন ৪ অভিযুক্তের – jalpaiguri ex army man family get justice after 34 years


এই সময়, জলপাইগুড়ি: খুনের ৩৪ বছর পরে বিচার পেলেন প্রাক্তন সেনাকর্মীর পরিবার। জলপাইগুড়ির রায়পুর চা-বাগানে ঘটে যাওয়া ওই হাড়হিম ঘটনায় ৪ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার জলপাইগুড়ির তৃতীয় অতিরিক্ত জেলা-দায়রা বিচারক বিপ্লব রায় ৪ অভিযুক্ত মালু ওড়াও, সমা লোহার, ধনসিং ওড়াও ও ফাগু সোহাসিকে দোষী সাব্যস্ত করেন।শুক্রবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। অভিযুক্তদের আইনজীবী দ্যুতি রায় জানিয়েছেন, জেলা আদালতের এই রায় তারা মেনে নেবেন না। উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ১৯৯০ সালের ১৭ মার্চ অন্য দিনের মতো চা-বাগানে পাতা তোলার কাজ করছিলেন শ্রমিকরা।

সকাল ৯টা নাগাদ সালিশি সভার নামে চা-বাগানে ডেকে আনা হয় প্রাক্তন সেনাকর্মী মনবধ নায়েক ও তাঁর ভাই শিবনাথ নায়েককে। হাজির হতেই মালু ওরাওরা তাঁদের উপরে উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। নিমেষে মনবধ-এর গলা কেটে ফেলা হয়। ওই দৃশ্য দেখে তাঁর ভাই শিবনাথ পালাতে গেলে তাঁর পিছু ধাওয়া করে অভিযুক্তরা।

মামাকে খুনের ঘটনায় ভাগ্নেকে ফাঁসির সাজা আদালতের

এরপর তাঁকে ২ কিলোমিটার দূরে কালিবাড়ির সামনে ধরে কুপিয়ে খুন করে তারা। এখানেই শেষ নয়। মালু ওড়াও প্রাক্তন সেনাকর্মীর কাটা মুন্ডু নিয়ে চা-বাগানে ঘুরে বেড়ায়। এ দিন আদালতে যাওয়ার পথে মালু অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছে।

সরকার পক্ষের আইনজীবী পার্থ চৌধুরী বলেন, ‘প্রাক্তন সেনাকর্মী ও তাঁর ভাইকে প্রকাশ্যে গলা কেটে ও কুপিয়ে খুন করার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। শুরু হয় মামলা। পরে ৪ জন ছাড়া পান।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *