National Highway 10,পাহাড়ে টানা বৃষ্টি-ধস, রাস্তা মেরামত করতে গিয়ে নাকাল পূর্ত দপ্তর – national highway 10 landslide due to heavy rain


এই সময়, শিলিগুড়ি: এ বার সিকিমেও লাল সতর্কতা জারি করল প্রশাসন। গত মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত পরিস্থিতি দার্জিলিং ও কালিম্পং জেলায়। শুক্রবারও মিরিক, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ের নানা এলাকায় ধস নামে। ১০ নম্বর জাতীয় সড়কের বিরিক দারায় পাহাড় থেকে লাগাতার বড় আকারের পাথর জাতীয় সড়কের উপরে নামার জেরে যান চলাচল বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন।শনিবার থেকে দার্জিলিং জেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আজ, শনিবার সিকিমে লাল সঙ্কেত জারি করেছে সিকিম রাজ্য প্রশাসন। গত অক্টোবর থেকেই বিপর্যস্ত সিকিম। এ বছর মে মাসে নতুন করে বিপর্যস্ত হয়। নতুন করে সিকিমে প্রাকৃতিক বিপর্যয় হলে তাঁর প্রভাব কালিম্পং জেলাতেও পড়তে পারে বলে আশঙ্কা জেলা প্রশাসনের।

ভারী বৃষ্টির প্রভাবে বিপর্যস্ত শিলিগুড়িও। মহানন্দা নদী ছাড়াও ভারত-নেপাল সীমান্ত মেচি নদীতেও হু হু করে জল বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ফুলবাড়িতে সেচ দপ্তরের আধিকারিকেরা মহানন্দা ব্যারাজের সমস্ত গেট এদিন সকালে খুলে দেন। তাতে শিলিগুড়ি শহরে বিপদ এড়ানো গেলেও দুপুরে মেচি নদী পেরিয়ে নেপাল থেকে গোরুর দুধ আনার সময়ে জলের তোড়ে ভেসে যান এক গোয়ালা। স্থানীয় বাসিন্দারা ভেসে যেতে দেখে নকশালবাড়ি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রবল জলের তোড়ে উদ্ধার কাজে নামা সম্ভব হয়নি। বাগডোগরায় জলের তলায় ডুবে গিয়েছে এশিয়ান হাইওয়ে।

বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস, বাংলা-সিকিম ‘লাইফ লাইনে’ ব্যাহত যান চলাচল

কালিম্পংয়ের জেলাশাসক সুব্রহ্মণীয়ম টি ১০ নম্বর জাতীয় সড়ক এড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জাতীয় সড়ক লাগোয়া পাহাড় থেকে ভারী পাথর ছিটকে আসছে। এই পরিস্থিতিতে ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে যাওয়াই ভালো। জরুরি প্রয়োজন ছাড়া ওই সড়কে যাতে কেউ যাতায়াত না-করেন সেই পরামর্শ দেওয়া হয়েছে।’

পুজোর মুখে এমন বৃষ্টিতে নাকাল পূর্ত দপ্তর। কোথায় ধস মেরামতিতে অগ্রাধিকার দেওয়া হবে তা ঠিক করতেই নাকাল হচ্ছেন তাঁরা। জাতীয় সড়ক ছাড়াও ধস নেমেছে দার্জিলিং কলেজ, কালিম্পংয়ের ভালুখোপ, ইয়ামাকুম, বিজনবাড়ির কাছে রিম্বিক, সুখিয়াপোখরি এলাকাতেও। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখার আধিকারিক গোপীনাথ রাহা বলেন, ‘শুক্রবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *