Trinamool Leader,হুকিং করে বিদ্যুৎ চুরি, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে – trinamool leader accused to stealing electricity by hooking in tamluk


এই সময়, তমলুক: বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটি থেকে হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বিদ্যুৎ দপ্তর অভিযুক্তের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।অভিযোগ, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ নীলিমা দেব অধিকারীর স্বামী সুনীল দেব তাঁর দোতলা বাড়ির সামনের খুঁটি থেকে প্রকাশ্যে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। প্রভাবশালী হওয়ার কারণে স্থানীয়রা কেউ প্রতিবাদ করার সাহস দেখাননি। দু’দিন আগে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ পেয়ে বিদ্যুৎ দপ্তরের লোকজন অভিযান চালায়। ২৪ সেপ্টেম্বর অভিযুক্তের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

তমলুক থানার পুলিশ অভিযোগের কথা স্বীকার করলেও এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। অভিযোগ অস্বীকার করে সুনীল বলেন, ‘কোনও বিদ্যুৎ চুরির সঙ্গে আমি জড়িত নই। বিজেপির লোকজন চক্রান্ত করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’ তাঁর দাবি, ‘অতি বৃষ্টির কারণে সামনের পুকুর ভর্তি হয়ে গিয়েছিল। অতিরিক্ত জল বের করার জন্য আমার অবর্তমানে পরিবারের এক সদস্য হুকিং করে পাম্প চালিয়েছিল। আমি কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নই।’

বিদ্যুৎ চাহিদায় দুর্গাপুজোয় রেকর্ড দেখছে রাজ্য

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি কেউ অন্যায় করে আইন মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’ স্থানীয় বিজেপি নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত বলেন, ‘বিদ্যুৎ চুরি করার পরেও তৃণমূল নেতা হওয়ায় পুলিশ গ্রেপ্তর করেনি।’

তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ জানিয়েছেন বিদ্যুৎ দপ্তর থেকে বিদ্যুৎ চুরির একটা অভিযোগ জমা পড়েছে। তদন্তের আগে এই নিয়ে কিছু বলা সম্ভব নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *