অভিষেক ছাড়াও তৃণমূলের আরও অনেক সাংসদকে বিভিন্ন স্থায়ী কমিটিতে নেওয়া হয়েছে। ডেরেক ও’ব্রায়েন রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে। আবার দেবকে নেওয়া হয়েছে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে। ওই কমিটিতে রয়েছেন রাহুল গান্ধীও। বৃহস্পতিবারই সংসদের দুই স্থায়ী কমিটির চেয়ারপার্সন হিসেবে দুই তৃণমূল সাংসদের নাম ঘোষণা করা হয়।
রসায়ন ও সার মন্ত্রকের কমিটির চেয়ারপার্সন পদে মনোনীত হয়েছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আর বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমটির চেয়ারপার্সন করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপার্সন করা হয়েছে।
তাৎপর্যপূর্ণ হলো, এই কমিটির সদস্য করা হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। দুবের সঙ্গে মহুয়ার বিবাদ সর্বজনবিদিত। মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ সামনে এনেছিলেন দুবেই। যার ভিত্তিতে মহুয়ার সাংসদপদও কেড়ে নেওয়া হয়েছিল অতীতে। ফলে একই কমিটিতে তাঁরা দু’জন কী ভাবে এক সঙ্গে কাজ করবেন, সে দিকে নজর থাকছে রাজনৈতিক মহলের। এ রাজ্যের দুই বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এবং জ্যোতির্ময় সিং মাহাতোকে স্বারাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।