গঙ্গার উপরে ব্রিজ এবং নীচে মেট্রোর যাত্রাপথ। কলকাতা শহরের গণ পরিবহণ ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ করেছে। চলতি বছর থেকেই শুরু হয়েছে জলের নীচে মেট্রোর যাত্রাপথ। সেই কথা মাথায় রেখেই চলতি বছরের মণ্ডপ নির্মাণের এই ভাবনা প্রতিফলিত হতে চলেছে কবিরাজ বাগানের দুর্গাপুজোর মণ্ডপে।
পুজো কমিটির এক সদস্য বলেন, ‘প্রতি বছরই আমরা কলকাতার স্মরনীয় কোনও ঘটনা বা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি মণ্ডপসজ্জায়। এবারে জলের নিচে মেট্রো এবং হাওড়া ব্রিজ দেখানোর চেষ্টা করছি দর্শকদের। মায়ের মূল মণ্ডপ তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে।’
পুজো উদ্যোক্তারা জানান, লোহার বিম ঝালাই করে হাওড়া ব্রিজের রেপ্লিকা তৈরি হচ্ছে। জলের তলায় মেট্রো স্টেশনের আবহ গড়ে তোলার জন্য লেজার লাইট ব্যবহার করা হবে। আলোকসজ্জার জন্য চন্দননগর থেকে শিল্পীরা আসবেন। কলকাতা পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর তত্ত্বাবধানে এই পুজো। তাঁর পরিকল্পনাতেই মণ্ডপসজ্জার পুরো পরিকল্পনা তৈরি হয়েছে। এবার কবিরাজ বাগান দুর্গোৎসব কমিটির ৫৯তম বর্ষ।
উল্লেখ্য, গতবার এই পুজো কমিটি কেরালার হাউসবোটের থিম তৈরি করেছিল। তার আগের বছর কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত সংগীত শিল্পী কেকে। সেই বছর কেকে-কে শ্রদ্ধা জানিয়েই মণ্ডপসজ্জা করা হয়।