Kolkata Durga Puja 2024 Theme,হাওড়া ব্রিজ থেকে জলের তলায় মেট্রো, দক্ষিণেশ্বর মন্দিরের ন্যায় মণ্ডপ, চমকে দেবে এই পুজো কমিটি – kolkata durga puja theme 2024 of kabiraj bagan ultadanga


প্রথমে হাওড়া ব্রিজে উঠলেন। সেখান থেকে নেমে চলে যান গঙ্গার নীচের মেট্রো স্টেশনে। সেখান থেকে বেরিয়ে সামনেই দেখতে পাবেন দক্ষিণেশ্বর মন্দির। কলকাতার ম্যাপ গুলিয়ে যাচ্ছে তো! আসলে ‘কলকাতার গর্ব’ এই ত্রয়ীকে এক জায়গায় নিয়ে আসছে উল্টোডাঙার কবিরাজ বাগান দুর্গোৎসব কমিটি। প্রতিবাবের মতো এ বারেও তাঁদের মণ্ডপে থাকছে দারুণ চমক।মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে হাওড়া ব্রিজের একটি রেপ্লিকা থাকছে মণ্ডপের অংশ হিসেবে। এর সঙ্গে দর্শকরা গঙ্গার নীচের মেট্রো স্টেশনের রেপ্লিকা দেখার সুযোগ পাবেন। পাশাপাশি, প্রতিমা থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মণ্ডপে। কলকাতার তিন ঐতিহ্যের মিশেলেই মণ্ডপ নির্মাণ করতে চেয়েছেন কবিরাজ বাগান দুর্গোৎসব কমিটির সদস্যরা।

গঙ্গার উপরে ব্রিজ এবং নীচে মেট্রোর যাত্রাপথ। কলকাতা শহরের গণ পরিবহণ ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ করেছে। চলতি বছর থেকেই শুরু হয়েছে জলের নীচে মেট্রোর যাত্রাপথ। সেই কথা মাথায় রেখেই চলতি বছরের মণ্ডপ নির্মাণের এই ভাবনা প্রতিফলিত হতে চলেছে কবিরাজ বাগানের দুর্গাপুজোর মণ্ডপে।

পুজো কমিটির এক সদস্য বলেন, ‘প্রতি বছরই আমরা কলকাতার স্মরনীয় কোনও ঘটনা বা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি মণ্ডপসজ্জায়। এবারে জলের নিচে মেট্রো এবং হাওড়া ব্রিজ দেখানোর চেষ্টা করছি দর্শকদের। মায়ের মূল মণ্ডপ তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে।’

Weather Update: পুজোর মুখে দুঃসংবাদ হাওয়া অফিসের

পুজো উদ্যোক্তারা জানান, লোহার বিম ঝালাই করে হাওড়া ব্রিজের রেপ্লিকা তৈরি হচ্ছে। জলের তলায় মেট্রো স্টেশনের আবহ গড়ে তোলার জন্য লেজার লাইট ব্যবহার করা হবে। আলোকসজ্জার জন্য চন্দননগর থেকে শিল্পীরা আসবেন। কলকাতা পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর তত্ত্বাবধানে এই পুজো। তাঁর পরিকল্পনাতেই মণ্ডপসজ্জার পুরো পরিকল্পনা তৈরি হয়েছে। এবার কবিরাজ বাগান দুর্গোৎসব কমিটির ৫৯তম বর্ষ।

Durga Puja: আয়নার মণ্ডপে হবে ‘অন্তর্লোক’ অভিযান
উল্লেখ্য, গতবার এই পুজো কমিটি কেরালার হাউসবোটের থিম তৈরি করেছিল। তার আগের বছর কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত সংগীত শিল্পী কেকে। সেই বছর কেকে-কে শ্রদ্ধা জানিয়েই মণ্ডপসজ্জা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *