Saheb Susmita Durga Puja Plan: ‘পুজোর ৪ দিন আমি বাঁধন ছাড়া’, জানালেন সাহেব ভট্টাচার্য – kothha serial actors saheb bhattacharya and susmita dey shared their durga puja planning watch exclusive video


বাংলা টেলিভিশনের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল কথা। কথা সিরিয়ালের অভিনেতা সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে তাদের দুর্গাপুজোর প্ল্যানিং শেয়ার করলেন। টেলি তারকারা পুজোর ছুটিতে ঘুরতে যেতেই বেশি পছন্দ করেন, এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয় কথা ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতার। পুজোর চারদিন ছুটি পেলেই ঘুরতে যাবেন বলে জানান তিনি। ছোটবেলার পুজো কেমন ছিল, সেই নিয়েও অকপট এই জুটি। তবে অভিনেতা সাহেব ভট্টাচার্য জানান যে, ‘পুজোর সময় ঘুরতে যাই না আমি, পুজোর সময় চারপাশে থাকে পজিটিভ এনার্জি’। পুজো মানেই জমিয়ে খাওয়া-দাওয়া সাহেবের মতে। ধারাবাহিকে কাজ শুরুর পরে পুজোর স্মরণীয় মুহূর্ত কী ছিল সুস্মিতার? সব নিয়ে জমজমাট এই আড্ডার এক্সক্লুসিভ ভিডিয়ো দেখে নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *