Swastika Mukherjee Interview: রিল লাইফ এবং রিয়েল লাইফের মা স্বস্তিকা কতটা আলাদা? – tekka movie actress swastika mukherjee shared shooting experiences and says the difference between real and reel life mother watch video


দুর্গাপুজোয় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও রুক্মিণী অভিনীত ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা সিনেমা। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই সিনেমা নিয়ে নানা বিষয়ে আড্ডায় মাতলেন অভিনেত্রী এই সময় অনলাইনের সঙ্গে। পরিচালককে নিয়ে তিনি জানান, ‘আগের থেকে অনেকটা শান্ত হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়ার প্রতি সৃজিতের অ্যাডিকশন আছে’ (Tekka Cinema)। সিনেমার অনেক জায়গায় সৃজিত নিজে ক্যামেরা করেছে বলে জানান স্বস্তিকা। রুক্মিণী মৈত্র সম্পর্কে তিনি বলেন, ‘রুক্মিনীকে আমার খুব ভালো লাগে, শুটিংয়ের সময়ে সৃজিত ওকে খাটিয়ে মেরেছে’ (Swastika Mukherjee)। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও অকপট অভিনেত্রী। দেব সম্পর্কে বলেন, ‘হিরো হিসেবে আমার ওকে খুবই ভালো লাগে’। আর কী কী শেয়ার করলেন তিনি? বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *