Durga Puja: জেলার দুর্গাপুজোর উদ্বোধন করা নিয়ে এ বার বিশেষ সতর্ক নবান্ন – nabanna is very cautious about durga puja inauguration by cm mamata banerjee


এই সময়: রাজ্যের জেলাগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে এই বছর বিশেষ সতর্ক নবান্ন। আগামী বুধবার, ২ অক্টোবর মহালয়ার দিন বিকেলে মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন করবেন। তবে এই বছর নবান্ন থেকে নয়, চেতলা অগ্রণী সংঘের পুজো মণ্ডপ থেকে এই ভার্চুয়াল উদ্বোধন পর্ব সারবেন তিনি।জেলার কোন কোন পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, তার তালিকা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জেলাশাসকদের পাঠানোর কথা জানানো হয়েছে। আরজি করের মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী উদ্বোধন নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না। কলকাতার প্রতিটি পুজো কমিটিকে তিনি চেনেন। তাই সেখানে ভুল হওয়ার আশঙ্কা নেই। তবে দল বা বিশেষ কারও সুপারিশের ভিত্তিতে তিনি পুজো উদ্বোধন করতে নারাজ।

তাই প্রতিটি জেলার জেলাশাসকদের জানানো হয়েছে, নবান্নে জেলার কোনও পুজোর উদ্বোধনের অনুরোধ এলে তা সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে পাঠানো হবে। তিনি জেলা পুলিশ সুপার বা পুলিশ কমিশানরের সঙ্গে কথা বলে সেই পুজোর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন।

প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গেও এ নিয়ে আলোচনা বলবেন। তারপর জেলাশাসক পুজোর তালিকা চূড়ান্ত করে নবান্নে পাঠাবেন। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি শুধুমাত্র জেলাশাসকের অনুমোদিত তালিকায় উল্লেখ থাকা পুজোগুলোরই উদ্বোধন করবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *