Humayun Kabir,জুনিয়র ডাক্তারদের হুমকির অভিযোগ, হুমায়ুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ চিকিৎসক সংগঠনের – ima complain about mla humayun kabir in supreme court


জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ তুলে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। তবে এই চিঠিকে খুব একটা আমল দিচ্ছেন না বিধায়ক। তিনি ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি। দেশের সংবিধান সকলের জন্য। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে মাথা পেতে নেব।’আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দোষীদের কঠোর শাস্তি-সহ পাঁচ দফা দাবিতে লাগাতার আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পাশাপাশি জেলাতেও চলছে আন্দোলন। অভিযোগ, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন হুমায়ুন।

শুক্রবার রাতে সাগর দত্ত মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ঘটনার পর থেকে ফের একবার কর্ম বিরতির পথে হেঁটেছেন চিকিৎসকরা। এরপরেই হুমায়ুনকে বলতে শোনা যায়, ‘ডাক্তারদের ভগবানের রূপ হিসেবে দেখেন মানুষ। কিন্তু আন্দোলনের নামে এ সব কী হচ্ছে? ঢাক, ঢোল বাজাচ্ছে। এ গুলো কি আন্দোলনের নামে চ্যাংড়ামো নয়?’

তিনি আরও বলেছিলেন, ‘রাজ্যে মাত্র সাড়ে সাত হাজার জুনিয়র চিকিৎসকদের সংখ্যা। চিকিৎসক-সহ সংখ্যাটা চুরানব্বই হাজার। আমাদের তিন কোটি তৃণমূল কর্মী রয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। কর্ম বিরতি চললে আমরা রাস্তায় নেমে বিরোধিতা করব। তাতে যা হওয়ার হবে।’

এরপরেই IMA-র পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়ে জানানো হয়, হুমায়ুনের হুমকির জন্য জুনিয়র চিকিৎসকদের উপর হামলার আশঙ্কা বাড়ছে।

মহালয়ায় ধর্মতলায় মহামিছিল, সমাবেশ জুনিয়র ডাক্তারদের

যদিও এই চিঠি নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বলে জানান হুমায়ুন। তিনি ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘ আমার অপরাধ প্রমাণ হলে সুপ্রিম কোর্ট যা শাস্তি দেবে মাথা পেতে নেব। সংবিধান সকলের জন্য। আমিও জনপ্রতিনিধি। মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমার মন্তব্য দোষের হলে যা শাস্তি দেবে মেনে নেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *