দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে হুগলি, পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিলেন তিনি। উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে রবিবার দুপুরে বিমান ধরেন তিনি। উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আবারও এক বার কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা (West Bengal Chief Minister)। তিনি স্পষ্ট জানালেন, বাংলার বন্যার কেউ খোঁজও নেয়নি। কেন্দ্রের অসহযোগিতা নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। ঠিক কী বলেছে তিনি? বিস্তারিত রইল এই ভিডিয়ো।