বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাটা পেটা করব, হাঁটু জলে দাঁড়িয়ে বিক্ষোভ মহিলাদের |BJP MLA will be beaten if comes to flooded areas of Mehedipur women staged protest


রণজয় সিংহ: হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। সঙ্গে স্লোগান ” বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে” । মালদার ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কলোনী এলাকার ঘটনা। আজ সকালে মহিলারা হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান। সেইসঙ্গে বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে বলে স্লোগান তুলেন।

আরও পড়ুন-সরকারি শৌচালয়ের ট্যাঙ্কের ঢাকনায় পা দিতেই ভয়ংকর ঘটনা, মুহূর্তে নীচে চলে গেল স্কুল পড়ুয়া

কেন এরকম বিক্ষোভ? স্থানীয় মহিলাদের অভিযোগ, আজ প্রায় দুমাস হয়ে গেল। এলাকায় এখনো হাঁটু জল‌ দাঁড়িয়ে রয়েছে। ভোটে জেতার পর বিজেপি বিধায়ক একবারও এলাকায় আসেনি। সামনেই দুর্গাপুজো। ফলে চরম সমস্যায় পড়েছেন তারা।

সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী প্রশান্ত দাস জানান, গত লোকসভা ভোটেই দেখা পাওয়া গিয়েছিল ইংলিশ বাজারের বিজেপি বিধায়ককে। ভোট চাইতে এলাকায় এসেছিলেন। কিন্তু ভোট মিটে যাওয়ার পর তিনি আর এলাকায় আসেনি। এলাকায় হাঁটু জল। পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জল বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুজোর পরই রাস্তা ঢালাই এর কাজ শুরু হবে।

অন্যদিকে এই বিষয়ে ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলের স্থানীয় সদস্য কাজল ঘোষ অভিযোগ করেন, বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে আমরা ঝাঁটাপেটা করব। তাই আজ গ্রামবাসীরা ঝাঁটা হাতে এলাকায় বিক্ষোভ দেখিয়েছে। তিনি আরো অভিযোগ করেন ধর্মীয় কোন অনুষ্ঠান হলে তাকে দেখা যায় কিন্তু উন্নয়নমূলক কাজে আজ পর্যন্ত আমরা তাকে দেখতে পায়নি।

এই বিষয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, যে এলাকায় জলমগ্ন হয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলের। স্বাভাবিকভাবেই বিধায়ক এর ঘাড়ে দোষ চাপিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *