Civic Volunteer,ছাত্রীকে টেনেহিঁচড়ে টোটোয় তোলার চেষ্টা, ফের শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে – civic volunteer arrested in complaint of a school student of patharpratima


এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। ধৃতের নাম অমিতাভ বারুই। শনিবার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী। অভিযোগ পেয়ে সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ওই সিভিক ভলান্টিয়ারকে আদালতে তোলা হয়। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী ছাত্রী পাথরপ্রতিমার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় একটি পাথরপ্রতিমা থানার এক সিভিক ভলান্টিয়ার জোর করে তাঁকে টোটোয় তোলার চেষ্টা করে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই ছাত্রীর মোবাইল ফোন এবং টাকাও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

প্রসঙ্গত, আরজি করের ঘটনায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার। এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় সিভিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। সম্প্রতি বর্ধমানের আউসগ্রামে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এক আদিবাসী মহিলা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

সম্প্রতি কলকাতা পুলিশে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে ২টি তথ্য তলব করেছিল লালবাজার। এর মধ্যে একটি ছিল, তার কোনও অপরাধের অতীত রয়েছে কি না, অপরটি হল তাঁদের কোনও চারিত্রিক দোষ রয়েছে কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *