Durga Puja Weather Forecast,পুজোয় ৩ দিনই বৃষ্টির পূর্বাভাস, মহালয়াতেও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ – durga puja weather update 2024 south bengal districts may witness light rainfall in saptami ashtami and navami


সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আবহবিদদের। গত কয়েকদিনের বৃষ্টির পর সোমবার ঝলমলে ছিল কলকাতার আকাশ। পুজোর আগে আবহাওয়ার ‘সুমতি’-তে খুশি মানুষ। বুধবার মহালয়া। দেবীপক্ষের সূচনার দিনই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মহালয়ার দিন ২ অক্টোবর থেকে দ্বিতীয়া অর্থাৎ ৪ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে তার আগে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপেক্ষিক আর্দ্রতা বাড়াবে অস্বস্তি।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সোম এবং মঙ্গলবার তাপমাত্রা বাড়বে কলকাতার। সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। মহালয়ার দিন সকালের দিকে তিলোত্তমার আকাশ রোদ ঝলমলে থাকলেও দুপুরের দিকে শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু পুজোর সময় বৃষ্টিপাত হতে পারে, জানাচ্ছেন আবহবিদরা।

১০ থেকে ১৩ অক্টোবর, অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীতে কলকাতায় রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে স্বস্তির বিষয়, এখনই কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আপাতত আগামী ২ দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাড়তে পারে তাপমাত্রার পারদ। সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। বুধবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।

রবিতে ঝলমলে থাকবে আকাশ, বঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা কম

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে। ১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মহালয়ার দিন অর্থাৎ ২ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ৫ তারিখ পর্যন্ত এই প্রবণতা দেখা যাবে এই ৫ জেলায়। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *