Kolkata Metro Timings,পুজোয় মধ্যরাত পর্যন্ত এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো পরিষেবা, জানুন সময়সূচি – kolkata metro timing on durga puja 2024 know the details


পুজোর সময় গভীর রাত পর্যন্ত প্রতিমা দর্শন করে বাড়ি ফেরার জন্য মেট্রো পরিষেবার উপর ভরসা করেন অনেকেই। পুজোর চারদিন প্রতি বছরই মধ্যরাত পর্যন্ত চলে মেট্রো। এবারেও তার অন্যথা হচ্ছে না। এমনকী, গঙ্গার নীচে মেট্রো পরিষেবাও চলবে রাত পর্যন্ত। জেলার বাসিন্দাদের জন্য যা খুবই উপযোগী বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক মেট্রোর সময়সূচি –

কবি সুভাষ থেকে দমদম/দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো

ষষ্ঠীর দিন: প্রথম সার্ভিস কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা বেজে ৫৫ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টা নাগাদ। অন্যদিকে, রাতে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ১১টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ১১টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ রাত ১২টা নাগাদ। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১২টায়।সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন: প্রথম সার্ভিস ১২টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর। দুপুর ১টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। গীতাঞ্জলি থেকে দমদম স্পেশাল সার্ভিস দুপুর ১টায়। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর ১টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত দুপুর ১টা বেজে ০২ মিনিট। অন্যদিকে, রাতে শেষ সার্ভিস দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ১১টা বেজে ৪৮ মিনিট, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ১১টা বেজে ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ১২টায় এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১২টায়।

দুর্গাপুজোয় মেট্রোর সময়সূচি

এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো


চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন: মোট ১১৮টা সার্ভিস থাকবে। প্রথম সার্ভিস এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন সকাল ৭টায়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সকাল ৭টা বেজে ১০ মিনিট। রাতে শেষ পরিষেবা এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন রাত ৯টা ৪৪ মিনিটে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রাত ৯টা বেজে ৫৪ মিনিটে।

সপ্তমী, অষ্টমী ও নবমী: সব মিলিয়ে ১১৮টা পরিষেবা পাওয়া যাবে। প্রথম সার্ভিস এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন দুপুর দেড়টা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দুপুর ১টা বেজে ৩০ মিনিট। রাতে শেষ পরিষেবা এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন রাত০১টা ৪৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রাত ০১টা ৪৫ মিনিটে।

দশমীর দিন: প্রথম সার্ভিস এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন দুপুর ২টোয়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দুপুর ২টোয়। শেষ পরিষেবা এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন রাত ১১টা ৪৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রাত ১১টা বেজে ৪৫ মিনিটে। একাদশীতে দুপুর ২টো ১৫ থেকে শুরু করে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।

Kolkata Metro Service : কলকাতা মেট্রোয় এবার ‘নো কাউন্টার স্টেশন’! টিকিট কাটবেন কী করে জেনে নিন

শিয়ালদা থেকে সল্টলেক

চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠী : সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ সকাল ৭টা বেজে ৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত। শেষ পরিষেবা শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রাত ৯টা বেজে ৪০ মিনিটে।

সপ্তমী অষ্টমী ও নবমী: প্রথম সার্ভিস দুপুর ১টায় শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। দুুপুর ১টা ১০ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত। রাতে শেষ সার্ভিস শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাত ১১টা বেজে ২০ মিনিট পর্যন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *