Sagar Dutta Medical College Hospital,সাগর দত্ত হাসপাতালে প্রবেশের নিয়ম বদল – sagar dutta medical college and hospital takes various major for security purpose


সাগর দত্ত মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে নিয়ম বদল। যে সব গাড়ি হাসপাতালে ঢুকবে তাদের জন্য নির্দিষ্ট ‘পাস’ স্টিকারের আকারে ইস্যু করা হবে। নির্দিষ্ট স্টিকার ছাড়া আগামীদিনে কোনওভাবেই বাইরে থেকে আসা গাড়ি হাসপাতালের ভিতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ‘রেজিস্ট্রার বুক’-এ হাসপাতালে আসা প্রত্যেকের ঢোকা ও বেরনোর সময় নথিভুক্ত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি হাসপাতালের ভেতরের বিভিন্ন রাস্তায় বসানো হবে গাডরেল। রাতে হাসপাতালে প্রবেশ করতে হলে রোগী থেকে শুরু করে অন্য কোনও ব্যক্তিকে কারণ জানাতে হবে। হাসপাতাল চত্বরে পুলিশের টহলদারি চলবে নিয়মিত। নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।

গত শুক্রবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে কর্তব্যরত তিন মহিলা জুনিয়র চিকিৎসককে মারধর করার অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতির পথে হেঁটেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সোমবারও সেই কর্মবিরতি চলছে।

রবিবার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন প্রশাসনের পদস্থ আধিকারিকরা। সোমবার নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের জন্য হাসপাতালের সমস্ত বিভাগগুলি পরিদর্শন করেন এমএসভিপি সুজয় কুমার মিস্ত্রি। তাঁর সঙ্গে ছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের আউট পোস্টের নবনিযুক্ত ওসি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজয় কুমার মিস্ত্রি জানান, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল অবৈধ প্রবেশ রোখা। আগে থেকেই হাসপাতালে ২৪৪ টি সিসিটিভি ছিল। তার মধ্যে ২-১টি ছাড়া সবগুলিই সক্রিয়। আরও প্রায় ৩২০টি সিসিটিভি বসানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যেই শুরু হয়েছে সিসিটিভি লাগানোর কাজ। পাশাপাশি রোগীর সঙ্গে দেখা করার জন্য একবার একজনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাস ছাড়া কারও প্রবেশ নিষেধ। অতিরিক্ত কাউকে যাতে পাস না দেওয়া হয় সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা কর্মীদের।

স্বাস্থ্যসচিবের আশ্বাসেও হয়নি কাজ, কর্মবিরতিতে অনড় সাগর দত্ত মেডিক্যালের ডাক্তাররা

প্রশাসনের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও কর্মবিরতির সিদ্ধান্ত অটল জুনিয়র ডাক্তাররা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *