জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পার্থ, সব পক্ষের জবাব তলব – partha chatterjee apply for bail in supreme court


এ বার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আবেদন, ২ বছরের বেশি সময় ধরে তিনি জেলবন্দি। ৭৪ বছর বয়স তাঁর। শারীরিকভাবে অসুস্থ। তাঁকে জামিন দেওয়া হোক। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নোটিস জারি করে সব পক্ষের জবাব তলব করল।এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। এই মামলাতেই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেখান থেকে প্রায় ২১ কোটির বেশি টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সঙ্গে প্রচুর গয়নাও উদ্ধার হয়েছিল। এই অর্পিতা ‘পার্থ ঘনিষ্ঠ’ বলে দাবি করেছিলেন তদন্তকারীরা। বিপুল টাকার আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন পার্থ, অভিযোগ ওঠে এমনটাই।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে পার্থর সঙ্গে ইডি গ্রেপ্তার করে অর্পিতাকেও। আপাতত পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় এবং ব্যবসায়ী অয়ন শীলকে আদালতে হাজির করার আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালত। সূত্রের খবর সিবিআই তাঁদের হেফাজতে নিতে পারে।
এরই মধ্যে এ বার ইডির মামলায় জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নাড়লেন পার্থ। সম্প্রতি কলকাতা হাইকোর্টে জামিন মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তুলেছিলেন, তাঁর মক্কেল আর প্রভাবশালী নন। সেক্ষেত্রে তাঁকে জামিন দিতে বাধা কোথায়?

পার্থ আর কেষ্ট কি এক! সওয়াল কৌঁসুলির, প্রশ্ন উঠল শুনানিতে

গ্রেপ্তার হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের শিক্ষামন্ত্রী পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *